
তৃণমূলের (TMC) বুথ কমিটির সভা শেষে চললো গুলি। গুলিবিদ্ধ চার জনের মধ্যে মৃত ২। দলুয়া হাসপাতাল থেকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ইসলামপুর মহকুমা হাসপাতালে (Islampur Hospital) আনার পথে এক গুলিবিদ্ধর মৃত্যু হয়েছে। অপর গুলিবিদ্ধকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পঞ্চায়েত ভোটের আগে চোপড়ার দিঘাবানা এলাকার এই ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্ক গ্রাস করেছে। জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত ভোটে (Panchayet Vote) টিকিট পাওয়াকে কেন্দ্র করেই শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। গুলিতে আরও কয়েকজনের জখম হওয়ার খবর মিলেছে। মৃত দু'জনের নাম হসু মহম্মদ ও ফইজুল রহমান।
জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের প্রার্থী হিসেবে নাম ছিল ফইজুল রহমানের। যার জেরেই শুরু এই দ্বন্দ্ব। এমনকি সেই দ্বন্দ্বকে ঘিরেই চলেছে এই গুলি। যাঁরা গুলি চালিয়েছে এবং যারা মারা গিয়েছে; দু'পক্ষই শাসক দলেরই কর্মী। এমনটাই নাকি মৃতের পরিবারের অভিযোগ। মৃতের পরিবারের আরও অভিযোগ, 'মূলত পঞ্চায়েত ভোটের টিকিট পাওয়াকে কেন্দ্র করেই এই দ্বন্দ্ব।'
ইতিমধ্যেই চোপড়ার দিঘাবানা এলাকায় বিশাল পুলিসবাহিনী মোতায়েন করা হয়েছে। তবে কারা কারা এই হামলায় জড়িত, তা খতিয়ে দেখছে পুলিস। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। এমনটাই পুলিস সূত্রে খবর।