
ফের রাজ্যে উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র (firearms)। বীরভূমের (Birbhum) নানুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার (arrest) ১ দুষ্কৃতী। নানুর থানার তরফ থেকে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়ার পর সোমবার ভোররাতে নানুর থানার অন্তর্গত বেনেড়া গ্রামে হানা দেয় পুলিস। সেখানে জেরমান শেখ ওরফে জেরায়ের বাড়িতে পুলিস (police) তল্লাশি চালায়। সেখানে দুটি দেশি বন্ধুক এবং একটি ৭.৬৫ বন্দুক উদ্ধার করতে সক্ষম হয়। এই সকল বন্দুক উদ্ধার করার পাশাপাশি পুলিসের তরফ থেকে মোট ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তিকে সোমবার আদালতে তোলা হবে।
অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগণার বকুলতলা থানার পুলিস বাইজবাটির পূর্বপাড়া এলাকা থেকে এক ব্যক্তিকে অস্ত্র-সহ গ্রেফতার করে। ধৃত ব্যাক্তির নাম বাপি সরদার। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি লং ব্যারেল পাইপগান, একটি শর্ট পাইপগান ও এক রাউন্ড তাজা কার্তুজ। ধৃত কী কারণে অস্ত্র মজুত করেছিল সেই নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিস।