
শনিতে গ্রহ দোষ কাটছে না অভিষেকের (Abhishek Banerjee)। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল সিবিআই (CBI) হাজিরা দিয়ে হয়ত কিছুটা স্বস্তিতে থাকবেন তৃণমূলের (TMC) সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়। কিন্তু সেটা যে কোনোমতেই হচ্ছে না সেটা স্পষ্ট হলো বেলা গড়াতেই। একদিকে যখন সিবিআই হাজিরা দিতে যাচ্ছেন অভিষেক তখন অন্যদিকে তখন অভিষেকের আইনজীবী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
অভিষেক নিজেই সেকথা চিঠি দিয়ে জানালেন সিবিআইকে। কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে লাভ হল না। অভিষেকের পক্ষের আবেদন গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। সেখানে এক ধাক্কা। অভিষেকের পক্ষের আইনজীবীকে জানিয়ে দেওয়া হল, অবকাশকালীন বেঞ্চে যাওয়ার কথা। অন্যদিকে অভিষেকের কোম্পানির ডিরেক্টরের বাড়িতে ইডির হানা। অর্থাৎ অভিষেকের কোম্পানির ডিরেক্টর অর্থাৎ সুজয় ভদ্রের বাড়িতে ইডির হানা।
সূত্রের খবর, পূর্বে কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় ভদ্রের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই আধিকারিকরা। সেখানেই তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে সিবিআই আধিকারিকরা। এবার শনিবার সকালে তাঁর বাড়িতে ফের হাজির হয় ইডি। সূত্রের খবর, তাপস মন্ডল বলেছিলেন কুন্তল ঘোষ কালিঘাটের কাকুকে টাকা দিতেন। নিয়োগ দুর্নীতিতে দুজনই আপাতত গ্রেফতার। যদিও রাজ্য জুড়ে ১০ জায়গায় সিবিআই হানা দিয়েছে। সেখানে রয়েছে পার্থ ঘনিষ্ঠ সন্তুর বাড়িতে। সুজয় ভদ্রের ঘনিষ্ঠ একজনের বাড়িতেও চলছে হানা।