
অগাস্টে মাসেই ফের ডেঙ্গির বাড়বাড়ন্ত। সাম্প্রতিক পরিসংখ্যান অনন্ত সেরকমই বলছে। এ মাসেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার মতো বেড়েছে। ডেঙ্গির এই পরিসংখ্যান রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছেন স্বাস্থ্যকর্তাদের। জানা গিয়েছে, জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৩৩৬৯। কিন্তু, অগাস্টে তা বেড়ে হয়েছে ১৩ হাজারের বেশি।
রিপোর্ট অনুযায়ী, জানুয়ারি থেকে ২২ অগস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হন ১০ হাজার ৯০ জন। সব থেকে বেশি সংক্রমণ ছড়ায় ৩৩ ও ৩৪তম সপ্তাহে। সোমবার পর্যন্ত সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৩৬৫০। রিপোর্ট অনুযায়ী, গতবারের তুলনায় এবছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেক বেশি।
চিকিৎসকদের আশঙ্কা, ডেঙ্গি আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। ভারী বৃষ্টি না হওয়ার জন্যই এমনটা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেখা গিয়েছে, গত বছরও অগাস্ট মাসেই ডেঙ্গির বাড়বাড়ন্ত ছিল। এবারও তাই, বলতে গেলে এবার আরও বেশি।