
রাত থেকেই টানা বৃষ্টি হয়ে চলেছে। আজও শুক্রবার কলকাতা (Kolkata) সহ শহরতলির একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। শনিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। শনিবার জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন থেকে পরবর্তী দু থেকে তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সবকটি জেলায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
শুক্রবারও কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।