
নিম্নচাপের জেরে একটানা বৃষ্টি ভারী বৃষ্টির জেরে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর জলস্তর বাড়তেই বিপদে গ্রামবাসী। প্রবল বৃষ্টিতে জলের তলায় চলে গেল বাঁকুড়া-মানকানালি সড়কের উপর থাকা সেতু। বন্ধ যাতায়াত। বিছিন্ন হয়ে পড়েছে মানকানালি গ্রাম পঞ্চায়েতের ১৪ থেকে ১৫ টি গ্রাম।
ভারী বৃষ্টিতে শনিবার সকাল থেকেই মানকানালির কাছে বাঁকুড়া-মানকানালি সড়কের উপরের থাকা সেতুর উপর দিয়ে প্রবল বেগে জল বইছে। বিপদ এড়াতে এদিন সকাল থেকেই ওই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন।
যদিও ঘুরপথ ৩০ কিলোমিটারের বেশি হওয়ায়, জীবনের ঝুঁকি নিয়ে ওই পথ দিয়েই যাতায়াত করছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, লক্ষ টাকা দিয়ে সেতু সংস্কার করা হলেও। এলাকার মানুষের দাবি মেনে উঁচু সেতু নির্মাণ করা হয়নি। যার জেরে বৃষ্টি হলেই বিপদে পড়েন স্থানীয়রা।