
তীব্র গরমে (Heatwave) নাজেহাল অবস্থা শহরবাসীর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দাপটও বেড়েই চলেছে। এই কাঠফাটা রোদে একেবারে হাঁসফাঁস অবস্থা মানুষের। কলকাতায় (Kolkata) পারদ চল্লিশ ডিগ্রি ছুঁইছুঁই। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা (Temperature) ৩৯.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। এই গরমের অস্বস্তিতে এখনই স্বস্তির কোনও সম্ভাবনা নেই বঙ্গবাসীর। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহঅন্তে অর্থাৎ রবিবার কলকাতাসহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে আংশিকভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলা গুলিতে বজ্রবিদুত্সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগনায় আগামী কয়েকদিন চলবে তাপপ্রবাহ। তবে আপাতত আর্দ্রতাজনিত আবহাওয়া বজায় থাকবে এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর তরফে।
আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। তবে হাওয়া অফিস তরফে স্বস্তির খবর, বর্ষার আগমণ কিন্তু সঠিক সময়তেই হবে। পাশাপাশি উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পঙে বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহুর্তে বৃষ্টির কোনওরকম পূর্বাভাস জানানো হয়নি আলিপুর হাওয়া অফিস তরফে।