
কোন ফর্মূলা এবং কত আসন নিয়ে ইন্ডিয়া জোট আগামী লোকসভা ভোটে লড়াই করবে, তা ঠিক হয়ে যাবে আগামী কয়েকদিনের মধ্যেই। এমনটাই ইঙ্গিত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে পাঁচ রাজ্যে ভোট। সেই ভোটেও লড়াই করবে ইন্ডিয়া জোট।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আসন রফা নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা যেমন চলছে, তেমনই চলবে। রাজনৈতিক মহলের মতে, এই ইস্যুতে এখনও অনড় কংগ্রেস। তাই আসন সমঝোতা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না ইন্ডিয়া। অভিষেকের দাবি, ঠিক সময়ে রফা সূত্র বেরিয়ে আসবে।
আগামী বছর মার্চ মাসের আগেই হয়তো ঘোষণা হতে পারে লোকসভা ভোটের দিন। বিরোধীদের আশঙ্কা, ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের পরেই দেশে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। কারণ, বিজেপি চাইবে রামমন্দির উদ্বোধনের ফায়দা তুলতে। অভিষেক মনে করেন, বিজেপি এই পথে হাঁটতে তাতে ইন্ডিয়া জোটের সুবিধা হবে।