
আদালতের দ্বারস্থ হয়ে পরপর ধাক্কা অভিষেক বন্দোপাধ্যায়ের (Abhishek Banerjee)। আপাতত জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করে বিচারপতি অমৃতার সিনহার (Amrita Sinha) রায়কে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। সূত্রের খবর, অভিষেকের ওই আবেদন খারিজ করে দিলেন সুপ্রিম কোর্ট (Supreme Court)। সুপ্রিম কোর্ট জানিয়েছে আবেদন করলে ভ্যাকেশন বেঞ্চে করুন। আজ অর্থাৎ শনিবার একপক্ষ আদালত হয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে অধিকাংশ আদালতেই। এবার এর আগে অভিষেকের আবেদন নিতে অস্বীকার করল সুপ্রিম কোর্টের সিঙ্গল বেঞ্চ।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের তরফে অভিষেকের আইনজীবীকে জানানো হয়েছে, অবসরকালীন বেঞ্চে আবেদন করুন। ধারাবাহিক ভাবে সুপ্রিম কোর্টে এই ধাক্কার ফলে কিছুটা অস্বস্তিতে থাকবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের চিঠি সংক্রন্ত মামলায় নির্দেশ দিয়েছিল সিবিআই-ইডি চাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারবে। এরপরে সুপ্রিম কোর্টে যান অভিষেক। যদিও তখন সাময়িক স্বস্তি মিলেছিল অভিষেকের। কিন্তু সংশ্লিষ্ট মামলায় বিচারপতি বদল হওয়ায়, জাস্টিস গঙ্গোপাধ্যায়য়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি অমৃতা সিনহা কে জোড়া আবেদন করেন, কিন্তু তাতে লাভ হয় নি। জাস্টিস গাঙ্গুলির রায় বহাল রাখেন জাস্টিস সিনহা। তারপরে অভিষেক ডিভিশন বেঞ্চে গেলেও ডিভিশন বেঞ্চ গ্রীষ্মকালীন ছুটির পরে আবেদন করতে বলেন। এরপরে শনিবার সুপ্রিম কোর্টে গেলে সেখানেও ধাক্কা খান অভিষেক।