
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত লিপস অ্যান্ড বাউন্ডস মামলার শুনানিতে লিখিত বক্তব্য জমা দেওয়ার জন্য তিন দিন সময় চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মনু সিংভি। বুধবার দুপুরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই মতই এদিন দুপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জমা দিলেন তার হলফনামা। ইতিমধ্যেই লিখিত বয়ান আদালতে জমা করেছে সব পক্ষই। শুনানি শেষ করে রায়দান স্থগিত রাখল আদালত।
এদিনের মামলায় রাজ্যের আইনজীবী শাশ্বত গোপাল মুখোপাধ্যায় বলেন, কলকাতা পুলিসের পক্ষ থেকে লিপস অ্যান্ড বাউন্সের অফিস থেকে যে ১৬ টি ফাইল উদ্ধার করা হয়েছে, সে সম্পর্কে ফরেনসিক রিপোর্ট এই আদালতে জমা পড়েছে। আদালত এ বিষয়ে শুনানিও গ্রহণ করেছে। কিন্তু ইডির পক্ষ থেকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আবেদন জানানো হয়েছে, কলকাতা পুলিস তাদের হেনস্থা করছে। একই বিষয় নিয়ে দুটি আদালতে কি করে আবেদন জানায় ইডি? বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, আমার সহযোগী বিচারপতির এজলাসের বিষয় নিয়ে আমি কখনই নির্দেশ জারি করতে পারি না, আপনারা প্রয়োজনে আপিলে যেতে পারেন।
প্রসঙ্গত, লিপস অ্যান্ড বাউন্ডসের কম্পিউটারে ১৬টি ফাইল ডাউনলোড সংক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের যৌক্তিকতার মামলায় ১২ সেপ্টেম্বর হাইকোর্টে পূর্ণ রিপোর্ট জমা দেয় CFSL কলকাতা। হাইকোর্টের নির্দেশ ছিল, CFSL রিপোর্ট ফাইলের পেনড্রাইভ থাকবে কলকাতা পুলিসে। ১৯ সেপ্টেম্বরের সব পক্ষকে দিতে হবে হলফনামা। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সময় নিয়ে বুধবার জমা দেন হলফনামা। এবার সমস্ত পক্ষের হলফনামা খতিয়ে দেখে এই গুরুত্বপূর্ণ মামলায় পরবর্তী শুনানিতে কী সিদ্ধান্ত নেয় হাইকোর্ট, সেটাই দেখার।