
বড় দুর্ঘটনার থেকে বাঁচল মানসিক ভারসাম্যহীন এক যুবক। মঙ্গলবার সকালে এক মানসিক ভারসাম্যহীন যুবক হঠাৎ রেলের (Railway) হাইটেনশন (Hightension) পোলের উপর উঠে পড়ে। প্রায় ৩০ মিনিট ধরে ওই যুবককে নামানোর চেষ্টা করে স্থানীয়রা। ওই মানসিক ভারসাম্যহীন যুবককে দেখতে পেয়ে গেটম্যান সঙ্গে সঙ্গে রেলের কন্ট্রোল রুমে জানান। এই জেনে তৎক্ষণাৎ ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। বাঁকুড়া (Bankura) ১৮ নম্বর ওয়ার্ডের পাওয়ার হাউস সংলগ্ন রেলের ৩ নম্বর গেটের ২৩১/৩১ রেলের পোলের উপর এই ঘটনাটি ঘটে।
সূত্রের খবর, ওই যুবকটি পোলের উপরে থাকার কারণে হাইটেনশন লাইনের ইলেকট্রিক সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই জানতে পারা গিয়েছে। তারপরেই ঘটনাস্থলে ছুটে আসে রেলের পুলিস। তাঁরা ওই যুবকটিকে পোলের উপর থেকে নামানোর চেষ্টা করে। খানিকক্ষণ চেষ্টার পরে ওই যুবক নিজেই নিচে নেমে আসে। তাঁকে উদ্ধার করে নিয়ে যায় বাঁকুড়ার রেল পুলিস (Police)।
রেল পুলিস সূত্রে খবর, ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পরিচয় জানা গেলেই তাঁকে তাঁর পরিবারের হাতে তুলে দেবে রেল পুলিস, এমনটাই জানা গিয়েছে।