
ফের বুনো দাঁতালের আক্রমণে (Elephant Attack) মৃত্যু (Death) হল বন্ধ চা বাগানের এক শ্রমিকের। রবিবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাট থানার অন্তর্গত দেবপাড়া চা বাগানে। খবর পেয়ে রাতেই বন দফতরের কর্মীরা ও বানারহাট থানার পুলিস (Police) এসে দেহটি উদ্ধার করে। সোমবার ময়না তদন্তের জন্য দেহটি জলপাইগুড়ি হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাকে ঘিরে হাতির আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃত শ্রমিকের নাম বিক্রম মুণ্ডা (৫১)। দেবপাড়া চা বাগানের সুখিয়া লাইনের বাসিন্দা।
জানা গিয়েছে, রবিবার রাতে নিজের ভাইয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে আসার সময় রাস্তায় হাতিটি বিক্রমকে আক্রমণ করে। হাতির আক্রমণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যাক্তির। মৃতের আত্মীয় এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জঙ্গল লাগোয়া এই এলাকায় হাতির হানা নিত্যদিনের ঘটনা। কিন্তু তারপরেও গ্রামীণ রাস্তায় নেই কোনও পথবাতির ব্যবস্থা। রাস্তায় আলো থাকলে এই ঘটনা ঘটত না, দাবি স্থানীয়দের। তাঁদের দাবি, হাতিটি রাস্তার ধারে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ছিল। তখনই ওই ব্যক্তি হাতিটিকে দেখতে না পেয়ে হেঁটে যায়। পাশ দিয়ে আসার সময়ই হাতিটি তাঁকে আক্রমণ করে।
তবে এই ঘটনায় বন দফতরের সূত্রে জানা গিয়েছে, সরকারি নিয়ম মেনে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।