
পুরানো বাড়ি সারাতে গিয়েই ঘটল বড়সড় বিপত্তি। প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ে বাড়ির সানসেড। আর তারই আঘাতে মৃত্যু (Dead) হলো এক রাজমিস্ত্রীর। এই ঘটনায় গুরুতর (Injured) জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক যুবক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের (Daimond Harbour) লালবাটি এলাকায়। আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় শোকাস্তব্ধ গোটা গ্রাম। সূ্ত্রের খবর, মৃত ব্যক্তির নাম হৃদয় হালদার। অন্যদিকে গুরুতর জখম হয়েছে দেবনাথ দলুই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালবাটির বাসিন্দা রবীন ঘড়ুয়ের পুরানো বাড়ি সারাই করার কাজ চলছিল। শনিবার সকালে সেই কাজই করছিলেন প্রায় পাঁচ ছজন কর্মী। কিন্তু প্রবল বৃষ্টির ফলে আচমকা ওই পুরানো বাড়ির সানসেডটি ওপর থেকে ভেঙে পড়ে। সেই সময় নীচে হৃদয় ও দেবনাথ নামে দুই শ্রমিক কাজ করছিলেন। নীচে থাকার ফলে সানসেডটি ভেঙে তাঁদের মাথার উপরেই পড়ে। যার ফলে তাঁরা গুরুতরভাবে জখম হয়।
স্থানীয়দের দাবি, এই ঘটনার পরেই তড়িঘড়ি ওই দুজনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে হৃদয় হালদারকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। অন্যদিকে দেবনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।