
জাতীয় সড়কে যাত্রী বোঝাই একটি বাসের (Bus) সঙ্গে স্করপিও (Scorpio) গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই পথ দুর্ঘটনায় স্করপিও গাড়িতে থাকা মৃত দুই এবং গুরুতর জখম পাঁচ জন যাত্রী। এমনকি বাসে থাকা কয়েকজন যাত্রীও ঘটনায় জখম হয়। রবিবার দুপুরে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া নবলা ৩৪ নম্বর জাতীয় সড়কে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। এরপর গাড়িতে থাকা আহত পাঁচজন ও বাস যাত্রীদের তড়িঘড়ি উদ্ধার করে রানাঘাট মহাকুমা হাসপাতাল এবং ফুলিয়া ব্লক হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিস বাহিনী।
স্থানীয় সৃত্রে খবর, এদিন বহরমপুর থেকে কলকাতার দিকে একটি বাস যাচ্ছিল। আর উল্টো দিক থেকে একটি স্করপিও কৃষ্ণনগরের দিকে আসছিল। ঠিক সেই সময় বাসটি অন্য রুটে চলে যাওয়ায় স্করপিও গাড়ির সঙ্গে মুখোমুখি হয়ে সজোরে গিয়ে ধাক্কা মারে। এরপর ঘটনাস্থলেই স্করপিও গাড়িতে থাকা দুই যাত্রীর মৃত্যু হয়। এখনও পর্যন্ত তাঁদের পরিচয় জানা যায়নি। এবং বাকিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ, রাস্তায় যানজট বেশির থাকার কারণে বাসচালক বাসটি নিয়ে বিপরীত লেনে চলে যায়। যারফলে উল্টো দিক থেকে আসা একটি স্করপিও গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় স্করপিও গাড়িটি রীতিমতো দুমড়ে মুচড়ে যায়। এই পথ ভয়াবহ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। অন্যদিকে ক্রেনের মাধ্যমে স্করপিও গাড়ি ও ক্ষতিগ্রস্ত বাসটিকে উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিস।