
রাজ্যে এবার বোমার (Bomb) বলি ১২ বছরের শিশু। সূত্রের খবর, শৌচকর্ম (Toilet) করতে গিয়ে বোমা ফেটে মারা গেল ১২ বছর বয়সী এক কিশোর। সোমবার সকালে বনগাঁর (Bongaon) থানার বক্সি পল্লিতে ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকালে শৌচকর্ম করতে গিয়েছিল ওই কিশোর। তারপর তাঁরা বিকট আওয়াজ শুনতে পান। ঘটনাস্থলে গিয়ে দেখেন শৌচালয়েই বিস্ফোরণ হয়েছে। দ্রুত ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
বাসিন্দারা জানিয়েছেন, ওই শৌচালয়ের মধ্যেই বোমা রাখা ছিল। তবে কে বা কারা ওই বোমা সেখানে মজুত করেছেন সে নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। পুলিসি নিস্ক্রিয়তা নিয়েও অভিযোগ তাঁদের।
এর আগে মে মাসে রাজ্যে একাধিক বিস্ফোরণ হয়। এগরা, বজবজ, ইংরেজবাজারের মতো এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। ঠিক একইভাবে বনগাঁয় ফের বিস্ফোরণ হয়। এ ঘটনায় সিআইডির বোম স্কোয়াড এসে পৌঁছায় ঘটনাস্থলে। যদিও এ ঘটনায় তীব্র তরজা শুরু হয়েছে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে।