
পেটের দায়ে নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পাড়ি। ঘটেছে কোনও না কোনও দুর্ঘটনা। যার জেরে বেঘোরে প্রাণ হারিয়েছেন পরিযায়ী শ্রমিকেরা। এবারেও সেই একই ছবি ধরা পড়ল মুর্শিদাবাদ ও দক্ষিণ ২৪ পরগনায়।
রাজমিস্ত্রির কাজে হায়দরাবাদ পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানা এলাকার বাসিন্দা দীপক সরদার। কিন্তু ফিরল নিথর দেহ। দীপক সরদারের মৃত্যুতে অভিযোগের আঙুল উঠেছে সহকর্মী ভাগ্য সরদারের বিরুদ্ধে। অভিযোগ, কাজ চলাকালীন তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন দু'জনে। যার জেরে দীপক সরদারের মাথায় রড দিয়ে আঘাত করেন ভাগ্য সরদার। ঘটনাস্থলেই মৃত্যু হয় দীপক সরদারের। জানা গিয়েছে, হায়দরাবাদেই রুজু করা হয় মামলা। গ্রেফতার করা হয় অভিযুক্ত ভাগ্য সরদারকে। বাড়িতে ওঠে কান্নার রোল, তার মধ্যেই দেহ সৎকারের ব্যবস্থা করা হয়েছে পরিবারের তরফে।
অন্যদিকে কেরলে কাজে গিয়ে মৃত্যু হয় দক্ষিণ ২৪ পরগনার খান সাহেব আবাদ এলাকার পরিযায়ী শ্রমিকের। জানা গিয়েছে, ৯ মাস আগে কেরলের তালেস্বরিতে সেনিটারিং-এর কাজে গিয়েছিলেন শেখ জামাল। অনেক উঁচুতে উঠে কাজ করতে গিয়ে পড়ে যান শেখ জামাল।
উল্লেখ্য, ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন পরিযায়ী শ্রমিকেরা। আর কবে হবে এ রাজ্যে কর্মসংস্থান? কবে হবে শিল্পের বিকাশ? কবে হুঁশ ফিরবে রাজ্য সরকারের? সুদিনের অপেক্ষায় রাজ্যবাসী।