
ফের বাঘের পর্যাপ্ত খাওয়ারের জন্য ১০০ টি হরিণ (Deer) ছাড়া হবে সুন্দরবনের (Sundarbans) জঙ্গলে। ইতিমধ্যেই বিভূতিভূষণ বণ্যপ্রাণী অভয়ারণ্য থেকে ১০০ টি হরিণ নিয়ে আসা হয়েছে। হরিণগুলিকে রাখা হয়েছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দোবাঁকি ক্যাম্পে।
বন দফতরেরে এক আধিকারিক জানান, ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে রেখে হরিণদেরকে দেখভাল করছেন বনকর্মীরা। মাস দুয়েক সুন্দরবনের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পর এই হরিণগুলিকে ছেড়ে দেওয়া হবে সুন্দরবনের গভীর জঙ্গলে। তিনি আরও বলেন, সুন্দরবনে বাঘের পরিমাণ বাড়তে পারে। যার ফলে তাঁদের পর্যাপ্ত খাওয়ারের প্রয়োজন। তাই মূলত বাঘের খাওয়ার হিসেবেই হরিণগুলিকে জঙ্গলে ছাড়ার সিদ্ধান্ত বন দফতরের।
এই বিষয়ে এক স্থানীয় ব্যক্তি জানান, বন দফতরের এই উদ্যোগটি খুবই সুন্দর। সুন্দরবনের যে খাদ্য পিরামিড আছে সেই পিরামিড অনুযায়ী খাদ্যস্তর গুলি সাজানো থাকে। সেইগুলি হয়তো বনবিভাগ থেকে রিসার্চ করে দেখেছে। যদি হরিণের পরিমাণ বাড়ানো যায় তাহলে বাঘের খাওয়ারের অসুবিধা হবে না। যদিও এখন এগুলি সবই গবেষণামূলক কাজ। তবে বনবিভাগের এই উদ্যোগের জন্য অনেক অভিনন্দন।