
পুকুরের জলে ডুবে (Death) মৃত্যু ১ বছরের শিশুর। হুগলির (Hooghly) হরিপাল থানার সহদেব গ্রাম পঞ্চায়েতের কালুবাটি গ্রামের কর্মকার পাড়ার ঘটনা। পুকুরে খোঁজ চালিয়ে উদ্ধার করা হয় শিশুর নিথর দেহ। শিশুটিকে তৎক্ষণাৎ পরিবারের লোকেরা উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপালের ডাক্তার বহু পরীক্ষা নিরীক্ষা করে অবশেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকেই ছেলেকে খোঁজাখুঁজি করেছে পরিবারের লোকেরা। প্রতিবেশীদের বাড়িতে বাড়িতে খোঁজার পর সন্ধান না পেয়ে বাড়ি সংলগ্ন পুকুরে খোঁজ চালাতে নেমে উদ্ধার হয় শিশুটির নিথর দেহ। দীর্ঘ ২-৩ ঘন্টা নিখোঁজ ছিল ওই শিশু। স্থানীয় সূত্রে আরও জানা যায়, মৃত শিশুর বাবার নাম সুদর্শন কর্মকার। জল থেকে উদ্ধারের সময় শিশুটির সমস্ত শরীর সাদা হয়ে যায় এবং পুকুরের জল খাওয়ার কারণে শিশুটির পেট ফুলে যায়। তবে শত চেষ্টা করেও শিশুটিকে বাঁচানো যায়নি।