
বাংলার মহারাজের নিরাপত্তা বাড়তে চলেছে। বর্তমানে তিনি দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট ডিরেক্টর। যদিও আইপিএল থেকে ছিটকে গিয়েছে দিল্লি, তবে এখনও তাদের শেষ গ্রূপ ম্যাচ বাকি। চেন্নাই সুপার কিংসের সঙ্গেই শেষ ম্যাচ খেলতে চলেছে দিল্লি ক্যাপিট্যালসরা। এরপর শহরে ফিরেই বাড়তি নিরাপত্তা পাবেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। জানা গিয়েছে, এতদিন তিনি ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা (Security) পেতেন। এবার থেকে মহারাজকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে।
সৌরভ গাঙ্গুলি এবার থেকে ২৪ ঘণ্টা নিরাপত্তার চাদরে থাকবেন। ২০ থেকে ২২ জন নিরাপত্তা দেবেন সৌরভকে। ২৪ ঘণ্টা সৌরভের পাশাপাশি, তাঁর বাড়িতেও থাকবে নিরাপত্তা। মহারাজের সঙ্গে থাকবে মোট তিনটি গাড়ি। এর মধ্যে রয়েছে একটি এসকর্ট গাড়ি, একটি পাইলট কার এবং একটি টেল কার। আচমকা নিরাপত্তার ধাপ বাড়াতে, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মহারাজের কী তাহলে প্রাণ সংশয় রয়েছে?
বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে কোনও যোগ নেই সৌরভের। দিল্লি ক্যাপিটালসও লাগাতার খারাপ ফল করে আইপিএলের দলের তালিকায় একেবারে শেষের দিকে রয়েছে। ইতিমধ্যেই মহারাজের নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখেছে পুলিস। মহারাজ নিজেই নাকি তাঁর নিরাপত্তা বাড়ানোর আবেদন করেছিলেন। তাহলে কী কোনও হুমকি পেয়েছেন সৌরভ গাঙ্গুলি? জোর জল্পনা চারিদিকে।