
দশ উইকেটে ভারতকে (India) হারিয়ে সিরিজে সমতা ফেরালো অস্ট্রেলিয়া (Australia)। রবিবার প্রথমে ব্যাট করতে নেমে স্টার্কের দাপটে ভারত শেষ হয়ে যায় ১১৭ রানে। যদিও বাঁহাতি পেসারে দাপট মানতে চাননি ভারত অধিয়ানক রোহিত (Rohit sharma) শর্মা। রবিবার বিরাট কোহলির উইকেট ছাড়া গুরুত্বপূর্ণ ৫ উইকেটই নিয়েছেন ক্যাঙ্গারু বাহিনীর এই বাঁহাতি পেসার।
রবিবার ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে ভারত অধিয়ানক রোহিত শর্মা বলেন, 'আমরা ডান হাত, না বাঁ হাত সেটা দেখি না। উইকেট হারানোটাই চিন্তার। সেটার দিকে নজর দেব আমরা। কী ভাবে আউট হচ্ছি, কী করতে হবে, সেই সব নিয়ে পরিকল্পনা করতে হবে। পেসারদের বিরুদ্ধে আরও ভালওো ভাবে তৈরি হয়ে নামতে হবে। কিছু জিনিস ঠিকঠাক না হলে সেটা নিয়ে নানা ভাবনা আসে। আমাদের জন্য আজ কোনও কিছুই ঠিক করে কাজ করেনি। '
রবিবারের ম্যাচে সেরা হন অস্ট্রেলীয় পেসার স্টার্ক। ভারতের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন বিরাট কোহলি। রবিবার ভারতের হারের পর সিরিজ় ১-১। শেষ ম্যাচ ২২ মার্চ চেন্নাইয়ে। সেই ম্যাচের গুরুত্ব বেড়ে গেল। সিরিজ় কে জিতবে তা ঠিক হবে ওই ম্যাচে।