
এশিয়ান গেমসের ভারতীয় দলে জায়গা পেলেন বাংলার তিন ক্রিকেটার! আগেই সুযোগ পেয়েছিলেন শাহবাজ আহমেদ এবং মুকেশ কুমার। এবার সুযোগ পেলেন আকাশ দীপ। শিবম মাভির পিঠে চোট থাকায় তিনি খেলতে পারবেন না। তাঁর পরিবর্ত হিসাবে সুযোগ পেলেন আকাশ দীপ।
একসঙ্গে বাংলার তিন ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পাওয়ায় খুশির হাওয়া সিএবিতে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। এশিয়ান গেমসে খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
আকাশ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে আছেন। এবার তাঁর সামনে দেশের জার্সিতে নজর কাড়ার সুযোগ। এশিয়ান গেমসে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়। দলে আছেন আইপিএলে নজর কাড়া কেকেআর তারকা রিঙ্কু সিংহ। এছাড়াও আইপিএলে ভালো খেলা যশস্বী জয়সওয়াল, তিলক বর্মার মতো ক্রিকেটারেরা আছেন দলে।