
মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই কেল্লাফতে। ৮ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় ভারত। একইসঙ্গে এই ম্যাচে জয় ভারতকে পৌঁছে দিল শীর্ষে। এই মুহূর্তে পাকিস্তানকে সরিয়ে ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। টি-২০ ও টেস্ট ব়্যাঙ্কিংয়ে এমনিতেই নম্বর ওয়ানে রয়েছে ভারত। সেক্ষেত্রে ক্রিকেটের সব ফরম্যাটেই এখন টপে টিম ইন্ডিয়া।
১১৬ রেটিং নিয়ে বর্তমানে ব়্যাঙ্কিংয়ে প্রথমে রয়েছে ভারত। পাকিস্তান প্রথম থেকে দ্বিতীয় স্থানে চলে এসেছে। রেটিং ১১৫। অন্যদিকে, অস্ট্রেলিয়া আছে তৃতীয় নম্বরে। চার ও পাঁচ নম্বরে আছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে টিম ইন্ডিয়া।
মোহালির উইকেটে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে ২৭৭ রান তোলা সহজ ছিল না ভারতের। কিন্তু ওপেনিং পার্টনারশিপে সেই কাজ সহজ করে দেন শুভমান গিল ও রুতুরাজ গাইকোয়াড়। ৭১ রান করে রুতুরাজ। ৭৪ রানে ফেরেন শুভমান। শ্রেয়স আইয়ার রান আউট হলেও ক্রিজে টিকে যান রাহুল।