
ভারত-পাকিস্তান ম্যাচে পিছু ছাড়ছে না বৃষ্টি। কলোম্বোর প্রেমদাসা স্টেডিয়ামেও বৃষ্টিতে থেমে গেল হাইভোল্টেজ ম্যাচ। যদি খেলার মেয়াদ কমিয়ে ২০ ওভার করা হয়, তা হলে পাকিস্তানের টার্গেট হবে ১৮১।
ভারতীয় সময় বিকেল ৪টে ৫২ মিনিটে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি কমার কোনও লক্ষ্যণ নেই। খেলা শুরু হলে ২০ ওভারেই পাকিস্তানকে ব্যাট করিয়ে এই ম্যাচ শেষ করানোর পরিকল্পনা আম্পায়ারদের। হাতে রিজার্ভ ডে থাকলেও তা যাতে ব্যবহার করতে না হয়, সেই সিদ্ধান্তই নেবেন ম্যাচ রেফারি।
এদিন ম্যাচের শুরুতেই রোহিত ও শুভমানের ব্যাটিং ধামাকায় ছন্নছাড়া হয়ে যায় ভারতের ব্যাটিং লাইন আপ। বৃষ্টির আগে ভারতের হয়ে ক্রিজে ব্যাট করছেন কে এল রাহুল ও বিরাট কোহলি।