
দুশমন মুলক। বিশ্বকাপের আগে ভারতকে এবার এই ভাষাতে সমালোচনা করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আফরফ। বৃহস্পতিবারই অনেক টালবাহানার পর বেতন বৃদ্ধি হয়েছে পাক ক্রিকেটারদের।
তা নিয়ে সাংবাদিক বৈঠক করতে গিয়ে ভারতকে দুশমন মুলক বলে উল্লেখ করেন জাকা। সোশাল মিডিয়ার তাঁর এই মন্তব্য এখন ভাইরাল। এদিকে, সাত বছর পর শুক্রবার ভারতের মাটিতে প্রথম ক্রিকেট খেলতে নামল পাকিস্তান। হায়দরাবাদে বিশ্বকাপের ওয়াম-আপ ম্যাচে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছেন বাবর আজমরা।
তার আগে পিসিবি প্রধানের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এশিয়া কাপের সময় থেকেই ভারতের সঙ্গে দ্বন্দ্ব পাক ক্রিকেট বোর্ডের। এবার তার বহিঃপ্রকাশ জাকার কণ্ঠে।
সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হওয়ার পর ভারত তো বটে এমনকী পাক ক্রিকেট প্রেমীরা পিসিবি প্রধানের কড়া সমালোচনা করেছেন। ভারতকে দুশমন মুলক বলে উল্লেখ করায় সোশ্যাল মিডিয়াতেই জাকাকে ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়েছে। বোর্ডের এক কর্তার জানিয়েছেন, পিসিবির প্রধানের এই মন্তব্যকে বেশ গুরুত্ব দিয়েই দেখবে বিসিসিআই।