
বিরাট কোহলীদের কোচের দায়িত্ব নিতে চলেছেন রাহুল দ্রাবিড়? টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে ২০২৩ সাল পর্যন্ত সম্ভবত তাঁর হাতেই যেতে চলেছে টিম ইন্ডিয়ার কোচিংয়ের ভার, বলে খবর।সূত্রের খবর, শুক্রবার রাতে দুবাইয়ে আইপিএল ফাইনালের পর জানা যায়, এ বিষয়ে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ বৈঠক করেছেন রাহুলের সঙ্গে।
সেই বৈঠকেই ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে যোগ দেওয়ার জন্য রাহুলকে রাজি করানো হয়। বোলিং কোচ হতে পারেন পারশ মামব্রে।তবে এখনই এই বিষয়ে জানানো হয়নি। জল্পনা একেবারে তুঙ্গে।জুনিয়র দলের কোচ হিসেবে চূড়ান্ত সাফল্য এনে দিয়েছিলেন দ্রাবিড় । আবার অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের দায়িত্ব নিয়েই বিশ্বজয় করেছিলেন। গড়ে দিয়েছিলেন তরুণ ক্রিকেটারদের ভিত। স্বাভাবিকভাবেই তাই সিনিয়র টিমের কোচ হওয়ার দৌড়ে ফেভারিটদের তালিকায় উঠে এসেছিল দ্য ওয়ালের নাম। কিন্তু ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবে নিযুক্ত হওয়ার পর কোচ হয়ে কোহলিদের দায়িত্ব নাকি প্রথমে নিতে চাননি তিনি।
শোনা গিয়েছিল, কোচ হওয়ার প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তবে এবার বিসিসিআই সূত্রে খবর, কোহলি অ্যান্ড কোংয়ের দায়িত্ব কাঁধে নিতে রাজি হয়ে গিয়েছেন দ্রাবিড়। ইতিমধ্যেই বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহর সঙ্গে এ নিয়ে কথাবার্তাও হয়েছে তাঁর। শুক্রবার রাতে একদিকে যখন নাইটদের বিরুদ্ধে ইতিহাস গড়ার লড়াই চালাচ্ছিল ধোনির চেন্নাই, অন্যদিকে তখনই ভারতীয় ক্রিকেটে দ্রাবিড় যুগ শুরুর প্রস্তুতি নিচ্ছিল ভারতীয় বোর্ড। খবর এমনটাই।
গুরুতর অসুস্থ পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক । হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। ইতিমধ্যে হাসপাতালে ভরতি করতে হয়েছে তাঁকে। সেখানেই ইনজামামের অ্যাঞ্জিওপ্লাস্টিও করা হয়েছে।সেদেশের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইনজামামের ম্যানেজার জানান, গত তিন দিন ধরেই প্রাক্তন ক্রিকেটার তথা পাকিস্তানের নির্বাচক বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন। এমনকী তাঁর বেশ কতকগুলি টেস্টও করা হয়। কিন্তু চিকিৎসকরা জানান, তাতে চিন্তার কিছু নেই। গত কয়েকদিন ইনজামাম বাড়িতেই ছিলেন।
কিন্তু সোমবার সন্ধ্যায় হঠাৎ বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তাঁর হার্টে একটি ‘ব্লক’ রয়েছে। এর পরেই চিকিৎসকেরা অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। ৫১ বছরের ইনজামাম আপাতত স্থিতিশীল আছেন বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। আপাতত কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি হাসপাতালেই থাকবেন।
পাকিস্তানের সফলতম ক্রিকেট অধিনায়কদের মধ্যে ইনজামাম সফলতম। ১৯৯২-এ পাকিস্তানের বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট জগতে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এক দিনের ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৭৫টি ম্যাচে তাঁর রয়েছে ১১,৭০১ রান। টেস্টে ১১৯টি ম্যাচ খেলে তাঁর সংগৃহীত রান ৮,৮২৯।
এবার ভারতে কোচিং করাতে আসার পর নরচায়েভই প্রথম ফুটবলার যিনি আন্তোনিও লোপেজ হাবাসের ম্যানেজ করা কোন দলের বিরুদ্ধে হ্যাট-ট্রিক করকে সক্ষম হয়েছেন। প্রথমার্ধে পাঁচ গোল দেওয়ার পরে দ্বিতীয়ার্ধেও একাধিক সুযোগ তৈরি করতে সক্ষম হয় নাসাফ। তবে নিজেদের প্রথমার্ধের গোলের ওপর আর একটিই গোল যোগ করতে সক্ষম হয় উজবেকিস্তানের দল।
৬-০ ব্যবধানে হারলেও এই অভিজ্ঞতা থেকে শিখে আসন্ন আইএসএল মরশুমে ফের দারুণ পারফর্ম করার লক্ষ্যে নামবে এটিকে মোহনবাগান।হাবাসের দলকে হাফ ডজন গোলে হারিয়ে ইন্টার-জোনাল ফাইনালে হংকংয়ের দল লি ম্যানের মুখোমুখি হবে নাসাফ।
এটিকে মোহনবাগানের ক্ষেত্রে গোটা অভিজ্ঞতা থেকে শিখে আইসিএলে দুরন্তভাবে মরশুমের শুরুটাই করতে বদ্ধপরিকর হবেন হাবাস ও তাঁর শিষ্যরা। অবশেষে স্বস্তির ফাইনাল বাঁশি রেফারির। গোটা ম্যাচে নাসাফের বিরুদ্ধে কার্যত দিশেহারা দেখিয়েছে এটিকে মোহনবাগানকে। ম্যাচের অন্তিম ফলাফল নাসাফের পক্ষে ৬-০। শেষ কয়েক মিনিটে কাউকো এবং ডেভিড উইলিয়ামসের বদলে অভিষেক ও নাসিরিকে নামালেন হাবাস।ইনজুরি টাইম হিসাবে ৯০ মিনিট শেষে অতিরিক্ত তিন মিনিটের ঘোষণা করলেন রেফারি।
রবিবার ফের শুরু হতে চলেছে আইপিএলের দ্বিতীয় পর্বের খেলা । প্রথম পর্বের খেলা শুরু হয়েছিল ভারতের মাঠেই কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়াতে বিসিসিআই খেলা স্থগিত রাখতে বাধ্য হয়েছিল । এরপর ঠিক হয় মধ্যপ্রাচ্যে খেলা হবে অর্থাৎ দুবাই, শারজা ইত্যাদি মাঠে । গত বছরও এই মধ্যপ্রাচ্যে খেলা হয়েছিল । দুবাই ইত্যাদি মাঠে এবং ওই শহরগুলিতে করোনার প্রভাব কম এবং সতর্কতা অনেক বেশি সে কারণেই খেলা সাবধনাতে শেষ করা গিয়েছিলো । এবারও সৌরভ এন্ড কোম্পানি ওখানেই ফের ব্যবস্থা করেছে ।
আজ মুখোমুখি হচ্ছে ধোনির চেন্নাই বনাম রোহিত শর্মার মুম্বাই । দুটিই ভালো দল। যদিও প্রথম পর্বের খেলায় চেন্নাই হেরে গিয়েছিলো তাই দলের কোচ স্টিভেন ফ্লেমিং অনেকটাই সতর্ক অন্যদিকে সচিন তেন্ডুলকরের মুম্বাই বেশ চনমনে । এই মুহূর্তে রোহিত বিশ্বের সল্প ওভারের খেলার সেরা ব্যাটসম্যান । রোহিতের হাতে বহুবার আইপিএল ট্রফি উঠেছে । এবার দেখার সেরা হয় কে?
টি ২০ বিশ্বকাপ শেষ মানেই রবি শাস্ত্রীর কাজ শেষ । সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইচ্ছায় রবির ফিরে আসার কোনও সম্ভবনা নেই বলেই খবর । একই সাথে নতুন টি ২০ অধিনায়ক কে হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন কারণ কোহলি নেতৃত্ব ছাড়ছেন । সৌরভের দুই প্রিয় খেলোয়াড়ের নাম শোনা যাচ্ছে । এই দুই খেলোয়াড়কে ভারতীয় দলে সুযোগ দিয়েছিলেন বারবার । এঁরা বীরেন্দ্র শেহবাগ এবং ভিভিএস লক্ষণ । শেহবাগ এবং লক্ষণ চিরকালই সৌরভ ভক্ত । সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরু জানিয়েছিলেন যে, ধোনির থেকে সৌরভ অনেক বড় অধিনায়ক ছিলেন, সৌরভ শূন্য থেকে একটি নতুন দল তৈরী করেছিলেন যার সুবিধা পেয়েছিলেন ধোনি । অন্যদিকে লক্ষণ তাঁর প্রিয় অধিনায়ক সৌরভ খেলা ছাড়ার দিন তাঁকে কাঁধে নিয়ে সারা মাঠ ঘুরেছিলেন ।
সৌরভ কিন্তু তাঁর পুরাতন সতীর্থদের ভোলেন নি । রাহুল দ্রাবিড়কে জুনিয়র দলের কোচ করার পিছনেও মস্ত হাত ছিল 'দাদার' । এবারে সৌরভ চাইছেন হয় শেহবাগ অথবা লক্ষণ ভারতীয় দলের কোচ হন । অন্যদিকে কোহলি অধিনায়ক পদ ছাড়ার সাথে জানিয়েছেন কোনও ভাবেই যেন রোহিতকে অধিনায়ক করা না হয় কারণ তাঁর বয়স নাকি ৩৪ । অদ্ভুত আবদার তার, প্রতিবাদ উঠেছে সোশ্যাল নেটওয়ার্কে । গাভাসকার অবশ্য রোহিত শর্মাকেই অধিনায়ক চাইছেন ।
বিরাট কোহলি একেবারেই ফর্মে নেই । দু বছর ধরে শতরান নেই তাঁর ব্যাটে । দ্রুত আউট হয়ে যাচ্ছেন । তাঁর এই ফর্মের জন্য তুমুল সমালোচিত হচ্ছেন ক্রিকেট মহলে বিশেষ করে সুনীল গাভাসকার চরম সমালোচনা করেছেন বিরাটের । এই নিয়ে বোর্ড সভাপতির নির্দিষ্ট ভাবনা ছিলই । সৌরভ প্রথমেই বিদায় করছেন কোচ রবি শাস্ত্রীকে কারণ রবি ও বিরাটের জুটির বিরুদ্ধে কোনও একটা সমীকরণ সমস্যার সৃষ্টি করছে দলের অন্দরে । এরপরই কোহলি জানান, তিনি টেস্ট ম্যাচের অধিনায়ক থাকতে পারেন কিন্তু ৫০ ওভার এবং টি ২০ র নেতৃত্ব ছাড়ছেন বিশ্বকাপের পর শোনা যাচ্ছে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মাকে একদিবসীও ও টি২০ র অধিনায়ক হতে চলেছেন । নেতৃত্বের চাপ কমলে বিরাট নিশ্চই তাঁর স্বাভাবিক খেলা খেলতে পারবেন ।
রবি শাস্ত্রী কোচ হওয়ার পর ভারতীয় ক্রিকেটের আলাদা কোনও উন্নতি হয় নি কিন্তু দুই দেশের খেলতে সিরিজ জিতলেও আন্তর্জাতিক স্তরের ট্রফি আসেনি ঘরে । অন্যদিকে একই সমস্যা বিরাট কোহলির । তিনিও সিরিজ জিতেছেন কিন্তু বহুদলীয় টুর্নামেন্টে ট্রফি আসে নি । গত দু বছরের উপর একসময় বিশ্বের সেরা ব্যাটসম্যান কোহলির কোনও সেঞ্চুরি নেই । প্রশ্ন উঠে গিয়েছে তার পারফর্মেন্স নিয়ে । কোহলি নিজেও চিন্তিত নিজের ব্যাটিং নিয়ে । প্রবাদপ্রতিম সুনীল গাভাসকার বলেছেন, সময়মতো কোহলি বলের লাইনে পা নিয়ে যেতে পারছেন না ।
আপাতত যা খবর তাতে রবি শাস্ত্রীর ৭ বছরের চুক্তি শেষ হয়ে যাবে টি২০ বিশ্বকাপের পরেই । শোনা যাচ্ছে সৌরভদের নতুন কোচ নিয়ে ভাবনা রয়েছে । সৌরভের পছন্দ রাহুল দ্রাবিড় এবং জয় শাহের পছন্দ মাহেন্দ্র সিং ধোনি । ধোনিতে আপত্তি নেই সভাপতি সৌরভেরও । ইতিমধ্যে ধোনিকে টি ২০ র চিফ মেন্টর করে শাস্ত্রীর উপর চাপিয়ে দেওয়া হয়েছে । অন্যদিকে কোহলি জানিয়েছেন তিন পর্যায়ের ক্রিকেটের অধিনায়ক থাকতে চান না । কোহলি শুধু টেস্টের অধিনায়ক থাকতে চাইছেন বলে খবর । সে ক্ষেত্রে সল্প ওভারের ক্রিকেটের সেরা রোহিত শর্মাকে ভাবা হচ্ছে । মুম্বাই ইন্ডিয়ান্স রোহিতের অধিনায়কত্বে বহুবার ট্রফি জয় করেছে এবং রোহিতও ভালো ব্যাট করেছেন ।
গ্রেগ চ্যাপেল, অনেকেই বলেন ভারতীয় দলের শনির প্রকোপের মতো এক কোচ এসেছিলেন । তাঁর কল্যানে সৌরভ দল থেকে বাদ পড়েছিলেন । দ্রাবিড় অধিনায়ক হয়ে স্বাভাবিক খেলা নষ্ট করে ফেলেছিলেন । সচিন থেকে শেহবাগ, প্রত্যেকে এক অশান্তির মধ্যে ক্রিকেট খেলেছিলেন ২ বছর । অবশেষে ক্রিকেট বোর্ডের হুশ ফেরে এবং বিদায় নেয় গ্রেগ । তাঁর আমলে উঠে আসা খেলোয়াড়ও ছিলেন বেশ কয়েকজন তার মধ্যে অবশ্যই ধোনি । বাকিদের খবর আর কেউ রাখে না ।
ইদানিং ভারতীয় দলের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে ফর্মে নেই কিন্তু এই রাহানের নেতৃত্বে অস্ট্রেলিয়াতে ভারত সিরিজা জয় করেছিল বিরাটের অনুপস্থিতিতে । গ্রেগ বলেছেন অবিলম্বে রাহানেকে বাদ দেওয়া হোক । সহ অধিনায়ক হিসাবে বেশ কয়েকজনের নাম প্রস্তাব করেছেন গ্রেগ । তারপরই গ্রেগের বিরুদ্ধে শুরু হয়েছে ট্রল ।
ম্যানচেস্টারের টেস্ট স্থগিত হওয়াতে ক্ষুব্দ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবং ব্রিটিশ মিডিয়া । জানা গিয়েছে, ভারত নাকি করোনার অজুহাত দেখিয়ে ম্যাচ খেলে নি । প্রশ্ন উঠেছে আসল সত্যি কি ? জানা গেলো ফিল্ড স্টাফের মধ্যে ২ জনের মধ্যে সংক্রমণ আসতেই নাকি ভারত খেলতে চাই নি । কিন্তু গতকাল অবধি সকলেই জানতো কভিড আক্রমণের জন্যই কোহলিরা খেলতে চায় নি । কিন্তু তথ্য তাদের কাছে অন্য । আর কয়েক দিন বাদেই আইপিএলের খেলা শুরু হচ্ছে দুবাই ইত্যাদি শহরে । ওই মধ্য প্রাচ্যে খেলতে গেলে নিভৃতবাসে থাকতে হবে বেশ কয়েকদিন কিন্তু টেস্ট খেলার পর হাতে সময় থাকবে না বলে নাকি ভারত খেলা থেকে সরে গেলো ।
ইসিবি এতটাই ক্ষিপ্ত যে তারা ভারতীয় বোর্ডের কাছ থেকে না খেলার জন্য জরিমানা করতে চেয়েছিলো এবং না খেলার জন্য টেস্ট সিরিজের ফলাফল ২-২ করতে চেয়েছিলো । পরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাথে তাদের কথা হয়, সৌরভ জানান যে কয়েকদিনের মধ্যে তিনি লন্ডন যাচ্ছেন সেখানেই কথা হবে । তবে এখনই কোনও ফল প্রকাশ করছে না বিশ্ব ক্রিকেট ।
ভারতীয় ক্রিকেট দলের কোচ রবি শাস্ত্রী প্রথম করোনা আক্রান্ত হলেন ফলে তাঁকে এবং অন্য দুই কোচকে নিভৃতবাসে পাঠানো হয়েছিল । ওভাল টেস্ট চলাকালীন জানা গেলো আরও দুই খেলোয়াড়দের মধ্যে সংক্রমণ দেখা গেলো এতে আতঙ্ক ছড়িয়ে পরে । এরপর দ্রুত পট পরিবর্তন হতে থাকে । আজ খেলা শুরু হওয়ার আগে ইসিবি বা ইংল্যান্ড ক্রিকেট বোর্ড হঠাৎই জানায় ভারত খেলতে অনাগ্রহী তাই ম্যাচ বাতিল । সাথে সাথে ভারতীয় ক্রিকেট দল থেকে জানানো হয়, তারা খেলতে রাজি তবে কেন অহেতুক জটিলতা হচ্ছে?
এরপরই মাঠে নামেন ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায় । তিনি ভার্চুয়ালি কথা বলেন ইসিবির কর্মকর্তাদের সাথে । তাদেরকে বিষয়টি নিয়ে ভাবতে অনুরোধ করেন । পরে ম্যানচেস্টার টেস্ট স্থগিত বলে ঘোষণা করে ইংলিশ বোর্ড । তবে ভারত আপাতত ২-১ এ এগিয়ে থাকলেও এই টেস্ট ম্যাচটি পরে অবস্থা বুঝে হবে । আপাতত স্থগিত ঘোষণা করা হয় ।
মাহেন্দ্র সিং ধোনি, যতদিন অধিনায়ক ছিলেন ততদিন তাঁকে ক্যাপ্টেন কূল বলা হতো । ঠান্ডা মাথায় কি ভাবে দল পরিচালনা করতে হয় তার মস্ত উদাহরণ ধোনি । ধোনির আমলে ভারত কখনও হারেনি এমন নয় কিন্তু দলের একটা ভারসাম্য ছিল । ধোনি রাঁচির ক্রিকেটার হওয়াতে মুম্বাই বা দিল্লি লবির রাজনীতি ভারতীয় ক্রিকেটে আসে নি । বিরাট নিঃসন্দেহে ভালো ক্রিকেটার এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একটা লড়াকু শরীরী ভাষা আছে কিন্তু ইদানিং একদম ফর্মে নেই । তার সাথে দল নির্বাচনের ক্ষেত্রে তিনি এবং রবি শাস্ত্রী বেশকিছু বিতর্কের সৃষ্টি হয়েছে । দল থেকে ব্যাড পড়েছেন দেশের সেরা স্পিনার অশ্বিন । মাঠেই বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন কোহলি এবং রোহিত শর্মা । বারম্বার প্রাক্তন ক্রিকেটাররা ভারতীয় দলের সমালোচনায় মুখর হচ্ছেন ।
এরপরই পট পরিবর্তন হতে থাকে । এমনিতেই কোচ রবি শাস্ত্রীর পালা শেষ হয়ে এসেছে । নতুন কোচের খোঁজ করা হচ্ছে । কিন্তু আসন্ন টি ২০ বিশ্বকাপে রবি, কোহলির জুটিই থাকছে । এরই মাঝে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের সাথে কথা হয় মাহেন্দ্র সিং ধোনির । জয় ধোনিকে দলের মেন্টর হতে অনুরোধ করেন এবং দীর্ঘ আলোচনার পর ধোনি রাজি হন । এরফলে আগামী বিশ্বকাপে ধোনি "সুপার কোচ" হতে চলেছেন । রবি শাস্ত্রীর চাপ বাড়লো বলাই বাহুল্য । তার সাথে কোহলির একাধিপত্যের উপরও নজরদারি বাড়লো বলেই ধারণা ক্রীড়া মহলের ।
বিরাট কোহলি, বিশ্বক্রিকেটে বিরাট নাম কিন্তু কোথাও ফর্ম হারিয়েছেন ব্যাটিংয়ে । দু বছরের উপর সেঞ্চুরি নেই কোনও ভাবে ৫০ করলেও দ্রুত আউট হয়ে যাচ্ছেন । গাভাসকার, সচিন প্রমুখদেরও মাঝে মধ্যে ফর্ম হারাতে দেখা গিয়েছিলো কিন্তু দ্রুত তাঁরা ফিরেও এসেছেন । এই মুহূর্তে ভারতীয় দলে অনেক সেঞ্চুরিয়ান ক্রিকেটার আছেন কিন্তু তাঁদেরও সেরা ফর্ম দেখা যাচ্ছে না যথা অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা ইত্যাদি । দলের অধিনায়কের ভালো খেলাটা কিন্তু দলকে চাঙ্গা করতে প্রয়োজন । অবশ্য কেউ না কেউ খেলে দিচ্ছেন । ওভালের দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মার দুর্দান্ত শুরুটা কিন্তু ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছে ।
এবারে কিন্তু ইংল্যান্ড সফরে ভারতীয় বোলাররা খুব একটা ভালো ফর্ম দেখতে পারে নি । সোমবার ওভাল টেস্টার শেষদিন । দুই দলের যা অবস্থান তাতে ভারতীয় বোলাররা ভালো বোলিং করতে পারলে ম্যাচ জিতে পারবে ভারত ।
ভারতীয় দলে ফের করোনাতঙ্ক। রবি শাস্ত্রী সহ ৪ জনকে পাঠানো হল আইসোলেশনে।
শনিবার সন্ধেয় রবি শাস্ত্রী, বোলিং কোচ বি অরুণ, ফিল্ডিং কোচ আর শ্রীধর এবং ফিজিওথেরাপিস্ট নীতিন প্যাটেলের র্যাপিড টেস্টের ফল পজিটিভ আসে। তারপরই তড়িঘড়ি আইসেলোশনে পাঠানো হয় তাদেরকে।
BCCI তরফে জানানো হয়েছে, র্যাপিড টেস্টের পর RT-PCR টেস্ট হয়েছে। ওই টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত তাদেরকে টিম হোটেলেই আলাদা থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।তবে করোনা মুক্ত বিরাট কোহলী। এবং বাকি ক্রিকেটারদের দু'বার করে করোনা পরীক্ষা করা হয়েছে। সকলেরই ফল নেগেটিভ এসেছে। ক্রিকেটারদের তাই ওভাল টেস্টে খেলার অনুমতি দেওয়া হয়েছে
উল্লেখ্য, কয়েকদিন আগেই একটি বুক লঞ্চ ইভেন্টে যোগদান করেন শাস্ত্রী। বাইরে থেকে বহু অতিথি সেদিন টিম হোটেলে ওই অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠানে যোগদানের পরই কোভিডের লক্ষণ দেখা যায় হেড কোচের শরীরে।
একটি ম্যাচেও না হেরে সোনার পদক জয় কৃষ্ণর। দুই বছর বয়সে তাঁর পরিবার বুঝতে পারেন অন্য শিশুদের তুলনায় কৃষ্ণর গঠনে কিছু সমস্যা রয়েছে। তাঁর শরীরের বৃদ্ধি বয়সের তুলনায় বেশ কম। সেই প্রতিকূলতা নিয়েই লড়াই করছেন কৃষ্ণ। নজর কাড়ছেন বিশ্ব মঞ্চে।রাজস্থানের এই শাটলার তাঁর বিভাগে বিশ্বের দুই নম্বর তারকা।
স্কুলে তাঁর বন্ধুদের সঙ্গে কোনও খেলায় যোগ দিতে পারতেন না কৃষ্ণ। ধীরে ধীরে উপলব্ধি করেন তাঁর দৌড়ের গতি অন্যদের থেকে বেশি। সেই দিকেই মন দিয়েছিলেন তিনি।ব্যাডমিন্টনে পুরুষ সিঙ্গলসের SH6 ইভেন্টের ফাইনালে চিনের চু মান কাই-কে হারিয়ে স্বর্ণপদক জিতে নিলেন কৃষ্ণ।ফাইনালে ৩ সেটের কঠিন লড়াইয়ের পর সাফল্য এল দ্বিতীয় বাছাই ভারতীয় শাটলারের ঝুলিতে।
প্রথম সেট কৃষ্ণ জেতেন ২১-১৭ পয়েন্টের ব্যবধানে। দ্বিতীয় সেটে ১৬-২১ পয়েন্টে হারতে হয় তাঁকে। শেষ সেটে ফের ২১-১৭ পয়েন্টে প্রতিপক্ষকে হারিয়ে ভারতের জন্য সোনা নিশ্চিত করেন তিনি। এবারই প্রথম প্যারালিম্পিকে অন্তর্ভুক্তি হয়েছে ব্যাডমিন্টনের। আর এই ইভেন্টে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই ব্যাডমিন্টনে পুরুষদের SL3 ক্লাসে সোনা জিতেছেন ভারতের প্রমোদ ভগত। আজ কৃষ্ণর হাত ধরে এল ব্যাডমিন্টনের দ্বিতীয় সোনা।
অমিতাভ বচ্চন শোতে সৌরভকেই সেরা অধিনায়ক বেছে নিলেন বিশ্বেৰ অন্যতম সেরা ওপেনার বীরেন্দ্র শেহবাগ । এক প্রশ্নের উত্তরে বিরু জানান , দাদা আর ধোনিকে নিয়ে অনেক তুলনা হয়েছে , নিঃসন্দেহে ধোনির মুকুটে অনেক পালক জমা পড়েছে । তিনি বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং টি ২০ বিশ্বকাপও ভারত জিতেছে ধোনির নেতৃত্বে জানালেন শেহবাগ, কিন্তু দেখতে হবে দল তৈরী করলো কে । বিরু বলেন, সৌরভ যখন দলের দায়িত্ব পেলেন তখন ভারতের অবস্থান ছিল শূন্য সেখান থেকে সারা ভারত থেকে নতুন মুখ এনে নতুন দল তৈরী করেন দাদা । এই দল অস্ট্রেলিয়াতে সিরিজ জয় করেছে ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট ট্রফি জয় করে । সীমিত ওভারের বিশেষ বিশ্বকাপে শ্রীলংকার সাথে যুগ্ম বিজয়ী হয় । বিরু বলেন সৌরভের তৈরি করা দল নিয়ে ধোনি এত সাফল্য পান ।
অনুষ্ঠানে সৌরভ বলেন, বিরু একটি জিনিয়াস । ওর সঙ্গে বহু ম্যাচে ওপেন করেছেন তিনি । দাদা বলেন একটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল তো সৌরভ শেহবাগকে ধরে খেলতে বলেন, প্রতিফলনে ওই ওভারে প্রথম ৫ বলে ৫ টি বাউন্ডারি মারেন বিরু তবে অধিনায়কের কথা রাখতে তিনি নাকি শেষ বলটি ডিফেন্স করেন । সৌরভ বলেন, ওকে বলে কোনও লাভ হবে না দেখে শেষ পর্যন্ত ডেকে বলেন " মারছিস মার্ কিন্তু আউট হলে খুব খারাপ হবে" । এমনটাই ছিল নাকি দলে সবার সঙ্গে দাদার সম্পর্ক জানালেন কিংবদন্তি বীরেন্দ্র শেহবাগ ।