
অবাক করা কাণ্ড! যাকে দাদা বলে ডাকতেন তাঁকেই বিয়ে করে বসলেন এক মহিলা। এমনই এক ভিডিও সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হচ্ছে। সাধারণত বয়সের বড় হলে ছেলেদের দাদা বা মেয়েদের দিদি বলেই ডাকা হয়। আবার আমরা এও দেখে থাকি যে, স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের তফাৎ রয়েছে। বিশেষ করে আগেকার দিনে স্বামী-স্ত্রীর মধ্যে বয়সের অনেকটাই পার্থক্য দেখা যেত, তবে বর্তমান প্রজন্মে বয়সের বিশাল তফাৎ কিছুটা হলেও কমেছে। তবে এবারে এক মহিলার শেয়ার করা ভিডিও দেখে ট্রোলের শিকার হয়েছেন এই দম্পতি।
জানা গিয়েছে, মহিলাটির নাম ভিনি ও তাঁর স্বামীর নাম জয়। তিনি একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে জানিয়েছেন, তিনি যাঁকে আট বছর ধরে বয়সের পার্থক্যের জন্য দাদা বলে ডাকতেন, তাঁকেই তিনি বিয়ে করেছেন। তাঁদের আবার এখন সন্তানও রয়েছে। ভিনির ক্যাপশন লিখেছেন, 'ভাইয়া টু সাইয়া'। ভিনির এমন ক্যাপশন মোটেও ভালো ভাবে নেননি নেটিজেনরা। এতে এখন পর্যন্ত ৫০ লক্ষেরও বেশি ভিউ এসেছে। কমেন্ট এসেছে অগুনতি। অনেকেই লিখেছেন, 'বয়স বেশি হলেই ভাই হয়ে যায় না, ফলে তাঁর এমন ক্যাপশন দেওয়া ঠিক হয়নি।'