Home / politics / mamata calls meeting at kalighat on this week over announcing mayors name
Mamata Kalighat: তিন মেয়র বাছাইয়ে শুক্রবার কালীঘাটে বৈঠক মমতার
শেষ আপডেট : 2022-02-15 15:00:50
উত্তরবঙ্গের সফর (North Bengal Visit) থেকে ফিরেই জরুরি বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata)। ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার নবগঠিত জাতীয় কর্মসমিতির বৈঠক কালীঘাটে। এই বৈঠকে উপস্থিত থাকবেন জাতীয় কর্মসমিতির ২০ সদস্য। সেই বৈঠকে তিন পুরসভা বিধাননগর (Bidhannagar), আসানসোল এবং চন্দননগরের মেয়রে নাম স্থির হবে। এছাড়া কর্মসমিতির সদস্যদের পদাধিকারীদের নাম ঘোষণা করতে পারেন নেত্রী।
ইতিমধ্যে শিলিগুড়ির মেয়র হবেন গৌতম দেব। সোমবার ফল চূড়ান্ত হতেই স্পষ্ট করেছেন তৃণমূল নেত্রী। পাশাপাশি বিধাননগরে জিতে পৃথক ভাবে দলনেত্রীর সঙ্গে দেখা করেন সব্যসাচী দত্ত এবং কৃষ্ণা চক্রবর্তী। সূত্রের খবর, একমাত্র বিধাননগরের মেয়র বাছাইয়ে একটু সমস্যায় পড়তে পারেন দলনেত্রী। বাকি দুই পুরসভার জন্য ইতিমধ্যে নাম চূড়ান্ত হয়ে গিয়েছে। এমনটাই ঘাসফুল সূত্রে খবর। এদিকে, সোমবার বিকেলে শিলিগুড়ির উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে জানান, মানুষের কাছে তিনি কৃতজ্ঞ। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর এবং কলকাতা কর্পোরেশনে তাঁদের জেতানোর জন্য। আগামি দিনে আরও ১০৮টি পুরসভার নির্বাচন আছে। সাধারণ মানুষের পরিষেবা, বাংলার সবুজায়ন, শিল্প, সমৃদ্ধি, মায়ের সম্মান, ছাত্র যৌবনের সম্মান, শ্রমিক-কৃষকের সম্মান, সর্বধর্মের সমন্বয়ের মধ্যে দিয়ে, সংস্কৃতির মধ্য দিয়ে আমরা সবকিছু করেছি। করে যাব। যত জিতব, তত বেশি নম্র হব। আরও বেশি মানুষের ওপর বিশ্বাস রাখতে হবে এবং আগামি দিন আমার ডেস্টিনেশন হল শিল্প আর চাকরি তৈরি করা। জনগণের পরিষেবা পুরসভা দেবে। আগামিকাল থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে। আমাদের সমস্ত সামাজিক প্রকল্প যাতে ঠিকভাবে চলে, সেটা সবাইকে দেখতে হবে। কোভিড কমে গেলেও সতর্ক থাকতে হবে। এই জয়টা মানুষকে উৎসর্গ করছি।
তিনি বলেন, 'আমি শিলিগুড়ি যাচ্ছি। কারণ আমার কোচবিহারে অনুষ্ঠান আছে চিলা ঠাকুরের। তাছাড়া আমার ট্রাইবাল কমিউনিটির সঙ্গে মিটিং আছে। আজকে পঞ্চানন বর্মনের জন্মদিন আছে। আমি ওখানে নেমে তাঁর মূর্তিতে মাল্যদান করব। মানুষের কাছে নমস্কার, প্রণাম, কৃতজ্ঞতা সবকিছুই জানাচ্ছি।'
Live Tv | Calcutta News | লাইভ টিভি। ক্যালকাটা নিউজ
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Sharechat এবং Instagram পেজ