
বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার (Nadda-Arjun Meet) সঙ্গে বৈঠকের আগে বেসুরো ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। রবিবার তিনি (Arjun Singh) মন্তব্য করেন, রাজ্য বিজেপি ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার করে রেখে দিয়েছে। বিজেপিতে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের অনেকেই কাজের না! বাংলার রাজনীতির সঙ্গে অন্য রাজ্যের রাজনীতি গুলিয়ে ফেললে চলবে না।'
তিনি জানান, সঠিক লোককে সঠিক দায়িত্ব না দিলে এই রাজ্যে ক্ষমতায় আসা যাবে না।এখানে যাঁদের বিজেপি দায়িত্ব দিয়েছে, তাঁরা দলের সঙ্গে বেইমানি করেছে। সোশাল মিডিয়াতে রাজনীতি করে বড় নেতা হতে চায়। হোয়াটস অ্যাপ আর ফেসবুকে রাজনীতি করে এখানে সংগঠন করা যাবে না। বাংলায় রাজনীতি তৃণমূলস্তর থেকে করতে হবে।
এদিকে, ব্যারাকপুরের বিজেপি সাংসদের এই মন্তব্যের প্রেক্ষিতে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেন, 'অর্জুন সিং বিজেপির টিকিটে জেতা সাংসদ। দল তাঁকে দায়িত্ব দিয়েছে, নিষ্ঠার সঙ্গে পালন করছে। আমি কিছু বলব না, কেন্দ্রীয় নেতৃত্ব বলতে পারবে।'