
কলকাতাঃ "আমি সাতে পাঁচে থাকি না" বলে নিজেকে তৃণমূলের থেকে সরিয়ে নিয়েছিলেন সিনেমার ভিলেন রুদ্রনীল ঘোষ অবশ্য তার আগে সমস্ত সুবিধা পেয়েছিলেন ওই দল থেকে বলে দাবি ছিল মুখপাত্র কুনাল ঘোষের । শোনা যায় রুদ্রর ধারণা ছিল বিজেপি ক্ষমতায় আসবেই এবং মন্ত্রিত্ব পাকা তাঁর কিন্তু ঘটলো উল্টোটাই । শোনা যায় হতাশ হয়েছিলেন রুদ্রনীল । এই প্রথম ধাক্কাও খেয়েছিলেন ভোটে দাঁড়িয়ে হেরে গিয়ে কিন্তু "ফিরিবার পথ নাই " কাজেই থেকে গেলেন বিজেপিতেই কারণ সিপিএম ঘরানার ছেলে তিনি, সেখানেও ফেরেন কোন মুখে ।
এবারে উপনির্বাচনের দিন ঘোষণা হতেই ফের খবরে থাকতে চাইছেন নাকি তিনি ? এমনটিই গুঞ্জন কারণ আবারও তিনি ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াতে চান । বিজেপির অন্দরের খবর যে কেউই প্রাথমিক ভাবে দাঁড়াতে অনাগ্রহী ভবানীপুরে কারণ সরকার তৃণমূলের এবং প্রার্থী স্বয়ং মমতা । সেখান দাঁড়িয়ে জামানত জব্দ করতে কে চায় ? কেউ না চাক রুদ্রনীল চান । সুতরাং রাজ্য বিজেপির কাজ অনেকটাই সোজা হয়ে গেল ।