
রাজ্যে উপ-নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন। একই দিনে ভোট হবে সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে। ৩ অক্টোবর ভোট গননা।
ধোপে টিকল না বিজেপির আপত্তি। অবশেষে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন এর দিন ঘোষণা করে দিল নির্বাচন কমিশন।৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন। একই দিনে ভোট হবে সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে। ৩ কেন্দ্রেই ভোট গণনা ৩ অক্টোবর। গত বিধানসভা ভোটে ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি গত ২১ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন।
২০২১ বিধানসভা ভোটের আগে সামশেরগঞ্জ, জঙ্গিপুর এই দুই কেন্দ্রের প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হয়নি। এই দুই কেন্দ্রে ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ করা হবে। তিনটি আসনেই ১৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৬ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোট গণনা ৩ অক্টোবর।
তবে রাজ্যে গোসাবা, খড়দা, শান্তিপুর, দিনহাটা-সহ ৫ কেন্দ্রে উপনির্বাচন ৩০ সেপ্টেম্বর হচ্ছে না।
ভবানীপুর থেকে প্রার্থী হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বর থেকে নির্বাচনী প্রচার শুরু করা যাবে। তবে মানতে হবে কোভিড বিধি।