
দেশব্যাপী শুরু হতে চলা বোর্ড পরীক্ষার (Board Exam) আগে পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী। দিল্লির তালকাটরা স্টেডিয়ামে 'পরীক্ষা পে চর্চা-২০২২' (Pariksha Pe Charcha) এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ১২ লক্ষ স্কুল পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবক। সেই অনুষ্ঠানেই বোর্ড পরীক্ষার আগে চাপ কমিয়ে কীভাবে প্রস্তুতি সম্ভব। তার পথ বাতলে দেন প্রধানমন্ত্রী (PM Modi)।
এদিন অনুষ্ঠানের শুরুতে পড়ুয়াদের উদ্দেশে মোদী বলেন, 'এমন ভাবে সেই দিনের জন্য তৈরি হও, যাতে তুমি অনলাইন কিংবা অফলাইন থাকবে না। শুধু নিজের লক্ষে অর্থাৎ ফোকাসে থাকবে।'
নিজের মৌলিক চাহিদা পূরণে অনলাইনের সাহায্য নাও। পাশাপাশি অফলাইনে শিক্ষা গ্রহণ কর। এই পরামর্শ পড়ুয়াদের দিয়ে প্রধানমন্ত্রী জানান, অনলাইন প্রথা তোমাদের শিক্ষা গ্রহণের পরিসর বাড়াবে, কিন্তু লক্ষ্য থেকে সরলে চলবে না। নিজেদের সবসময় শৃঙ্খলাবদ্ধ রাখতে হবে।
স্কুল পড়ুয়াদের গ্যাজেট ব্যবহার নিয়েও এদিন পরামর্শ দেন মোদী। এদিনের অনুষ্ঠানে পরীক্ষার্থীদের সঙ্গে মস্করা করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। কিছু পড়ুয়ার প্রশ্ন ছিল, অনলাইনে পড়াশোনার সময় লক্ষ্যচ্যুতি থেকে নিজেদের কীভাবে দূরে রাখব? সেই প্রশ্নের জবাবে নরেন্দ্র মোদী বলেন, 'নিজেদের প্রশ্ন করো। যখন তোমরা অনলাইনে পড়াশোনা কর, তখন সোশাল মিডিয়ায় রিল দেখ? আমি মনে হয় তোমাদের হাতেনাতে ধরে ফেলেছি।' প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরেই অনুষ্ঠানস্থলে হাসির রোল ওঠে।
এরপরেই তাঁর মন্তব্য, 'অনেক সময় ক্লাস চলাকালীন তোমরা শিক্ষকদের তাকিয়ে থাক, কিন্তু কানে কিছুই ঢোকে না। এটা মনের ব্যাপার। পড়াশোনার মাধ্যম সমস্যা নয়। মনের অবস্থা ইস্যু।'
প্রধানমন্ত্রী বলেন, 'যদি তুমি মনযোগী হও এবং উৎসুক মনকে ব্যবহার কর, তাহলে তুমি শিখতে পারবে। সেক্ষেত্রে কোন মাধ্যমে তুমি পড়ছো, বড় ইস্যু হবে না আগে গুরুকুলে মুদ্রিত কিছু ছিল না। কিন্তু তারপরেও পড়ুয়ারা মৌখিক ভাবে শিক্ষা নিতেন, শিখতেন এবং মনে রাখতেন। এখন শুধু ব্যবস্থার অভিযোজন হয়েছে, আমরা এখন অনলাইনেই পড়াশোনা করতে পারছি।'
তাঁর পরামর্শ, 'অনলাইনে পড়াশোনাকে সুযোগ হিসেবে নাও, কখনই একে ইস্যু বানিয়ো না।'বোর্ড পরীক্ষার্থীদের প্রতি তাঁর বার্তা, 'আমরা পরীক্ষার সময় উৎসব উপভোগ করতে পারি না, কিন্তু পরীক্ষাকে উৎসবে পরিণত করলে, আমরা তা উপভোগ করতে পারি। তাই পরীক্ষা দিতে হবে উৎসবের মেজাজে। নিজের উপর ভরসা রাখো, তাহলেই চাপমুক্ত থাকবে। পরীক্ষা ভালো করে দিতে পারবে।'