
আগামী তিন মাসের মধ্যে রাজ্যসভাকে (Rajya Sabha MP) বিদায় জানাবেন মোট ৭২ জন সাংসদ। সেই তালিকায় রয়েছেন মোদী মন্ত্রিসভার একাধিক হেভিওয়েট মন্ত্রী থেকে প্রবীণ কংগ্রেস সাংসদরা। শুক্রবার সেই ৭২ জনের উদ্দেশেই বিদায়ী ভাষণ দিলেন প্রধানমন্ত্রী (PM Farewell Speech)। মোদী বললেন, 'সংসদ অর্জিত দীর্ঘ অভিজ্ঞতা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিন। প্রতিষ্ঠানিক শিক্ষার চেয়ে অভিজ্ঞতা থেকে অর্জিত শিক্ষার দাম বেশি।'
জানা গিয়েছে, আগামী জুলাই পর্যন্ত এই ৭২ জন সাংসদের মেয়াদ রয়েছে। তাই বিদায়ী এই সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'আবার আসবেন। এই হাউসে আমরা দীর্ঘ সময় কাটিয়েছি। হাউস আমাদের উপর অনেক অবদান রেখেছে, আমরা যতটা দিয়েছি তার চেয়েও বেশি।'
জানা গিয়েছে, এপ্রিলে কংগ্রেসের আনন্দ শর্মা-সহ এ কে অ্যান্টনি, সুব্রহ্মনিয়ম স্বামী, এমসি মেরি কম এবং স্বপন দাশগুপ্ত বিদায় নেবেন। পাশাপাশি জুনে মেয়াদ শেষ কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমণ, সুরেশ প্রভু-সহ বিজেপির এম জে আকবর, কংগ্রেসের জয়রাম রমেশ, বিবেক তানখা, ভি বিজয়সাই রেড্ডির। আর জুলাইয়ে যাঁরা অবসর নেবেন, তাঁদের মধ্যে রয়েছেন, পীযূষ গয়াল, মুখতার আব্বাস নকভি, পি চিদাম্বরম, অম্বিকা সোনি, কপিল সিব্বল, সতীশ চন্দ্র মিশ্র, সঞ্জয় রাউত, প্রফুল প্যাটেল এবং কে জে আলফোনস প্রমুখ।
এদিকে, বিদায়ী সাংসদদের সংবর্ধনা দিতে রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। তাঁর বাসভবনেই সেই অনুষ্ঠানে শুধু উচ্চ কক্ষের সদস্যরা আমন্ত্রিত। তাঁরাই অংশ নেবেন বিদায়ী সংবর্ধনার এই সাংস্কৃতিক অনুষ্ঠানে।