
ওমিক্রন-আতঙ্ক? করোনার তৃতীয় ঢেউ? বর্ষশেষে দূরপাল্লার ট্রেনের ভিড় দেখলে মনে হতেই পারে এসব কথার কথা। ভয়ভীতির কোনও লক্ষণ আছে বলেই মনে হবে না। দল দল মানুষ ঠিক করে ফেলেছেন, বর্ষশেষের সময়টা কীভাবে কাটাবেন। কোথায় যাবেন, কতদিন থাকবেন ইত্যাদি ইত্যাদি। ফলে সেই চাপটা গিয়ে পড়ছে শেষমেশ দূরপাল্লার ট্রেনে। সেখানে এমন অবস্থা যে ঠাঁই নেই ঠাঁই নেই রব। অগত্যা গুরুত্বপূর্ণ গন্তব্যের জন্য বেশ কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল পূর্ব রেল।
এবার সেইসব ট্রেনের দিকে ফিরে তাকানো যাক। পূর্ব রেল জানিয়েছে, শীতকালীন অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে হাওড়া ও পুরীর মধ্যে চালানো হবে এক জোড়া স্পেশাল ট্রেন।
হাওড়া-পুরী স্পেশাল
০৩০০৫ হাওড়া-পুরী স্পেশাল ২৪ ডিসেম্বর, শুক্রবার হাওড়া ছাড়বে রাত ১১ টা ৫০ মিনিটে। পুরী পৌঁছবে পরের দিন সকাল ৯ টা ৩৫ মিনিটে। ০৩০০৬ পুরী-হাওড়া স্পেশাল পুরী ছাড়বে ২৫ ডিসেম্বর, শনিবার দুপুর ২ টোয়। ট্রেনটি হাওড়া পৌঁছবে ওইদিনই রাত ১১ টা ৪৫ মিনিটে।
হাওড়া-পুরী স্পেশালের টিকিট কাটা যাবে ১৭ ডিসেম্বর সকাল ৮ টা থেকে, পিআরএস বা ইন্টারনেটের মাধ্যমে। পুরোপুরি সংরক্ষিত হিসেবে ট্রেনগুলি চলবে। স্বাভাবিক ভাড়ার সঙ্গে নেওয়া হবে স্পেশাল চার্জ। তৎকালের কোনও কোটা থাকবে না। থাকবে না কনসেশনও।
এর পাশাপাশি শিয়ালদহ থেকে নিউ জলপাইগুড়ি এবং কামাখ্যার মধ্যেও চলবে স্পেশাল ট্রেন।
শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশাল
০৩১২৯ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশাল শিয়ালদহ ছাড়বে ২৫ ডিসেম্বর, শনিবার এবং ২৭ ডিসেম্বর সোমবার রাত ১১ টা ৫৫ মিনিটে। নিউ জলপাইগুড়ি পৌঁছবে পরেরদিন সকাল ১০ টা ১০ মিনিটে। ০৩১৩০ নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ স্পেশাল নিউ জলপাইগুড়ি ছাড়বে ২৬ ডিসেম্বর রবিবার এবং ২৮ ডিসেম্বর, মঙ্গলবার দুপুর ১২ টা ৫০ মিনিটে। শিয়ালদহ পৌঁছবে একইদিনে রাত ১১ টা ৫ মিনিটে। ট্রেনটি দাঁড়াবে বর্ধমান, রামপুরহাট এবং মালদহ টাউন স্টেশনে।
শিয়ালদহ-কামাখ্যা স্পেশাল
০৩১০১ শিয়ালদহ-কামাখ্যা স্পেশাল শিয়ালদহ ছাড়বে ২৪ ডিসেম্বর, শুক্রবার রাত ১১ টা ৫৫ মিনিটে। কামাখ্যা পৌঁছবে পরের দিন সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিটে। ০৩১০২ কামাখ্যা-শিয়ালদহ স্পেশাল কামাখ্যা ছাড়বে ২৫ ডিসেম্বর রাত ৯ টা ৫০ মিনিটে এবং শিয়ালদহ পৌঁছবে পরেরদিন বিকেল ৩ টে ৪৫ মিনিটে। জলপাইগুড়ি এবং কামাখ্যা স্পেশালের টিকিট পাওয়া যাবে একই পদ্ধতিতে ১৭ ডিসেম্বর সকাল ৮ টা থেকে। তৎকাল বা কনসেশনের ক্ষেত্রে বাকি নিয়মকানুনও এক্ষেত্রেও একই।