
কাশ্মীরে চলতি সপ্তাহে জঙ্গিদের হাতে তিনজন সংখ্যালঘু হিন্দু খুন হয়েছেন। কাশ্মীরি পণ্ডিতদের মধ্যে আতঙ্কের ছায়া। এর মধ্যেই ভূস্বর্গে সন্ত্রাসদমন অভিযানে বড় সাফল্য মিলল। গতকাল অনন্তনাগে আধাসেনা এবং পুলিসের মিলিত বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে হিজবুল কমান্ডার নিসার খান্ডে নিহত। টুইটারে এমনটাই দাবি করেছে জম্মু ও কাশ্মীর পুলিস। সেই সঙ্গে তাদের দাবি, দক্ষিণ কাশ্মীরে হিজবুলের নানা নাশকতার ঘটনার মূল চক্রীই ওই জঙ্গি। তাকে গুলি করে নিকেশ করা হয়েছে।
জম্মু ও কাশ্মীর পুলিসের তরফে দাবি করা হয়েছে, রিশিপোরা এলাকায় নিসার-সহ কয়েকজন জঙ্গির উপস্থিতির খবর পেয়ে শুক্রবার বিকেলে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়। সন্ধের দিকে অতর্কিতে আক্রমণ চালায় জঙ্গিরা। ওই সময় পুলিস ও আধাসেনার যৌথ অভিযানে নিকেশ হয় ওই জঙ্গি। অন্ধকারের সুযোগে তার সঙ্গীরা আশপাশের জঙ্গলে গা ঢাকা দিয়েছে বলে মনে করা হচ্ছে।
জম্মু ও কাশ্মীর পুলিশের আইজি (কাশ্মীর জোন) বিজয় কুমার টুইটারে লিখেছেন, ''নিহত হিজবুল জঙ্গি নিসারের থেকে একটি একে-৪৭ স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করা হয়েছে। এখনও এলাকা জুড়ে অভিযান চলছে।'' সংঘর্ষে তিন জওয়ান এবং এক সাধারণ গ্রামবাসী আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।