
পাঞ্জাব পুলিসের হাতে ধরা পড়ল ডাকু হাসিনা (Daku Haseena) ওরফে মনদীপ কৌর (Mandeep Kaur)। লুধিয়ানায় ৮ কোটি ৪৯ লক্ষ টাকা ডাকাতি করে পলাতক হয়েছিলেন স্বামীর সঙ্গে। এতো বড় কাণ্ড সফলভাবে সম্পন্ন হতেই ঈশ্বরের আশীর্বাদ নিতে গিয়েছিলেন ধর্মীয় স্থানে। তবে সেখানেই তাদের জন্য ফাঁদ পেতে রেখেছিল পাঞ্জাব পুলিস।
উত্তরাখন্ডের চামোলির হেমকুণ্ড সাহেব থেকে মনদীপ কৌর এবং তার স্বামী যশবিন্দর সিংকে গ্রেফতার করেছে পুলিস। অপরাধের অব্যর্থ সাফল্যের পর শিখ ধর্মগুরুর কাছে আশীর্বাদ নিতে গিয়েছিলেন দু'জনে। পরিকল্পনা ছিল এরপরেই উড়ে যাবেন নেপাল। সেই খবর পৌঁছেছিল পাঞ্জাব পুলিসের কাছে। কিন্তু এত ভক্তদের মধ্যে তাদের খুঁজে বের করা কঠিন ছিল, কারণ অপরাধী যে নিজেদের মুখ ঢেকে রাখবেন তা আগে থেকেই আন্দাজ করেছিলেন পুলিস।
পুলিসের আধিকারিকরা সেখানে পুণ্যার্থী সেজে অপেক্ষা করছিলেন। পরিকল্পনা ছিল বিনে পয়সায় জল বিতরণ করবেন। সেই ফাঁদে পা রাখেন অপরাধীরা। জল খাওয়ার জন্য মুখের কাপড় সরায় তারা। পুলিস তাদের চিহ্নিত করেন। কিন্তু তখনই তাদের পাকড়াও করেনি পুলিস। তাদের ধর্মীয় স্থানে যাওয়ার সুযোগ দেন। প্রার্থনা সেরে বেরিয়ে যাওয়ার পর ধাওয়া করে তাদের গ্রেফতার করে পুলিস। মনদীপ কৌরের গাড়ি থেকে পুলিস ১২ লক্ষ উদ্ধার করে এবং তাঁর স্বামী যশবিন্দর সিংয়ের বাড়ি থেকে ৯ লক্ষ টাকা উদ্ধার করা হয়।