
রাজনীতি এবং আমলাতন্ত্রের সঙ্গত্যাগ করে মানুষের আস্থা অর্জন করুক সিবিআই। শুক্রবার এই পরামর্শ দিলেন দেশের প্রধান বিচারপতি এনভি রামান্না। সিবিআইয়ের-ই এক অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি রামান্না। কেন্দ্রীয় এই সংস্থার প্রতি তাঁর পরামর্শ, 'কখনও সক্রিয়তা, কখনও নিস্ক্রিয়তা সিবিআইয়ের যোগ্যতাকে প্রশ্নের মুখে দাঁড় করায়। কেন্দ্রীয় এই সংস্থার উচিৎ সামাজিক বৈধতা অর্জন করে মানুষের আস্থা অর্জন করা।' আর এই পথে হাঁটতে হলে সবার আগে রাজনীতি এবং আমলাতন্ত্রের সঙ্গত্যাগ করুক সিবিআই। এই মন্তব্যই করেছেন দেশের প্রধান বিচারপতি।
তাঁর যুক্তি, 'সিবিআইয়ের মতো সংস্থাগুলো স্বশাসিত ব্যক্তি দ্বারা পরিচালিত হবে এটাই কাম্য। এই ধরনের সব সংস্থাকে একটা স্বশাসিত ছাতার তলায় আনা জরুরি।' এদিন তিনি ব্রিটিশ আমলের পুলিস আর বর্তমান ভারতের পুলিসি ব্যবস্থার মধ্যে পার্থক্যের প্রসঙ্গ টানেন। সেভাবেই সিবিআই এখন মানুষের আতস কাঁচের নীচে পড়েছে। এই অনুষ্ঠানে দাবি করেন প্রধান বিচারপতি।