
স্কুটিতে বসা এক বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে লাঠিপেটা করে ভাইরাল (Viral video) এক দম্পতি। জানা গিয়েছে, গ্রেটার নয়ডার (Greater Noida) জেওয়ার এলাকায় সম্পত্তিগত বিবাদের জেরে এই মারধর। যিনি আক্রান্ত এবং যাঁরা অভিযুক্ত, তাঁরা আত্মীয়। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, স্কুটিতে বসা বিশেষভাবে সক্ষম গজেন্দ্রকে মোটা লাঠি দিয়ে পেটাচ্ছেন অভিযুক্ত যুগেন্দ্র এবং তাঁর স্ত্রী।
জানা গিয়েছে, যুগেন্দ্রর থেকে জমি ভাড়া নিয়ে স্কুল চালাচ্ছিলেন গজেন্দ্র। কিন্তু করোনার জেরে বন্ধ হয়ে গিয়েছে সেই স্কুল। জমি ভাড়া বাবদ টাকা বাকি পড়ায় এই ঘটনা। পুলিস সূত্রে এমনটাই খবর। রবিবার এই ঘটনায় অভিযুক্ত দু'জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিস।