
পরিচালক বিনোদ কাপড়ির সৌজন্য সম্প্রতি ভাইরাল হয়েছেন উত্তরাখণ্ডের প্রদীপ মেহেরা (Pradeep Mehera)। আলমোড়ার বাসিন্দা প্রদীপ কর্মসূত্রে দাদার কাছে নয়ডায় থাকেন। কাজ করেন সেক্টর ১৬-র (Sector-16,Noida) ম্যাকডোনাল্ডসের বেকিং কারখানায়। এখন প্রশ্ন সাদামাটা এই তরুণ হঠাৎ কেন সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং (Viral Pradeep)? উত্তর লুকিয়ে তাঁর জীবন যাত্রায়।
প্রদীপ প্রতিদিন কাজের পর ১০ কিমি দৌড়ে বাড়ি ফেরেন। এটা তাঁর নিত্য রুটিন। কেন এই দৌড়? তাঁর পাশে পাশে গাড়ি চালিয়ে যাওয়া পরিচালক বিনোদ এই প্রশ্ন করেছিলেন। প্রদীপ বলেছে, 'সেনাবাহিনীর জন্য নিজেকে ফিট রাখতে।' এমতাবস্থায় তাঁকে বারবার লিফটের প্রস্তাব দেন পরিচালক। বিনোদ, তাকে বারবার প্রস্তাব দিয়েছে: কাল শুভা দৌড় লেনা বেটা অভি আজাও লিফ্ট লে লো। কিন্তু সেই প্রস্তাব প্রতিবার ফেরান ওই তরুণ। কেন? প্রদীপের জবাব, 'সকালে হয় না। কারণ রান্না করে বেরোতে হয়। বাড়িতে মা অসুস্থ, দাদা সব সামলে উঠতে পারে না।'
সেই শুনে বিনোদ তাঁকে প্রশ্ন করেন, কিছু খেয়েছো? চল আমরা ডিনার করি অন্তত। প্রদীপ বলেন, 'না বাড়ি গিয়ে খাব। আমি খেয়ে গেলে দাদা না খেয়ে থাকবে।' তাঁর জীবনযুদ্ধ এবং আত্মত্যাগের এই ভিডিও করতে করতেই বিনোদ কাপড়ি তাঁকে বলেছিলেন, তুমি বেটা ভাইরাল হয়ে যাবে। ও হেসে বলেছিল, ভাইরাল কেন, খারাপ কিছু করছি না তো।
এভাবেই দৌড়তে দৌড়তে একসময় পরিচালকের গাড়িকে পিছনে ফেলে এগিয়ে যায় ওই তরুণ। আর পিছনে ক্যামেরাবন্দি হয়ে পড়ে থাকে তাঁর জীবনযাত্রা। সেই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করে বিনোদ লেখেন, 'খাটি সোনা। নয়ডার রাস্তায় কাল মধ্যরাতে এই ছেলেকে আমি ব্যাগ কাঁধে দৌড়তে দেখি। আমি ভেবেছিলাম কোনও সমস্যায় পড়েছে, লিফট পেলে হয়তো সুবিধা হবে।'
This is PURE GOLD❤️❤️
— Vinod Kapri (@vinodkapri) March 20, 2022
नोएडा की सड़क पर कल रात 12 बजे मुझे ये लड़का कंधे पर बैग टांगें बहुत तेज़ दौड़ता नज़र आया
मैंने सोचा
किसी परेशानी में होगा , लिफ़्ट देनी चाहिए
बार बार लिफ़्ट का ऑफ़र किया पर इसने मना कर दिया
वजह सुनेंगे तो आपको इस बच्चे से प्यार हो जाएगा ❤️😊 pic.twitter.com/kjBcLS5CQu
তিনি লেখেন, কিন্তু প্রতিবার লিফটের প্রস্তাব দিলেও, ও না করে। কেন ও লিফট নেবেন না, কারণ শুনলে আপনি এই বাচ্চা ছেলের প্রেমে পড়বেনই। প্রদীপের পোস্ট করা সেই কাহিনী সোশাল মিডিয়ায় দেখে এখন ইনস্পিরেশন নিচ্ছেন আনন্দ মহিন্দ্রা, রকুল প্রীত সিং, মনোজ বাজপেয়ী, মনীশ শিষদিয়া, অর্জুন কাপুর, কিয়ারা আদবানিদের মতো পরিচিত ব্যক্তিত্ব।