
জি-২০ শীর্ষ সম্মেলনের (G 20 Summit) দ্বিতীয় দিনের শুরুটাই হল রাজঘাটে (Rajghat) মহাত্মা গান্ধীর স্মৃতি সৌধে শ্রদ্ধা জানিয়ে। একে একে সেখানে উপস্থিত হন সম্মেলনে যোগ দেওয়া সমস্ত রাষ্ট্রনেতারা। ১০ সেপ্টেম্বর, রবিবার সকাল সকাল মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশ্বের অন্যান্য নেতারা দিল্লির রাজঘাটে পৌঁছন।
সূত্রের খবর, রাজঘাটে সকল অতিথিদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রদ্ধা জ্ঞাপন করতে একে একে যোগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সারজেই লাভরোভ, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। প্রধানমন্ত্রী মোদী তাঁদের 'অঙ্গবস্ত্রম' দিয়ে স্বাগত জানান।
সকলেই জাতির জনকের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন। নেপথ্যে বেজে চলে মহাত্মার প্রিয় গান 'বৈষ্ণব জনতো...'। ইতিমধ্যেই সেই সব মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে বাইডেন, সুনক ও মোদীকে আলাপচারিতায় মগ্ন হতে দেখা গিয়েছে। আবার শ্রদ্ধা জ্ঞাপন করতে যাওয়ার সময় মোদীর পাশাপাশি ঋষি সুনককেও খালি পায়ে হাঁটতে দেখা যায়। এর পরই জানা গিয়েছে, দুপুর সাড়ে বারোটা নাগাদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারত ছেড়েছেন।