
বেপরোয়া ভাবে গাড়ি (Car) চালাতে গিয়ে বিপত্তি। যার ফলে অনেক সময় প্রাণহানির মতো ঘটনা ঘটে। বেপরোয়া বাইক (Bike) বা গাড়ি চালানো নিয়ে পুলিস এবং প্রশাসনের তরফে বারংবার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার পরেও কোনওরকম পরিবর্তন ঘটেনি। সম্প্রতি এমনি একটি ঘটনার ভিডিও প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ঘটেছে কেরলের (kerala) কোঝিকোড়ের।
Kerala student's scooter stuck between bus and lorry. Watch video. pic.twitter.com/WGD8C0ffeX
— Dripto Das (@DriptoDas) June 9, 2023
ভিডিওটিতে দেখা গিয়েছে, রাস্তা দিয়ে স্কুটি নিয়ে যাচ্ছিল দুই ছাত্র। রাস্তাটি খুব একটা চওড়া ছিল না। ওই পথ দিয়েই যাচ্ছিল একটি বাস। সেটিকে ওভারটেক করার চেষ্টা করছিল ওই দুই ছাত্র। বাসের পাশে এক হাত মতো জায়গা ছিল। সেখান দিয়েই জোরে স্কুটি চালিয়ে ওভারটেক করতে গিয়ে উল্টো দিক থেকে আচমকাই একটি লরি এসে পড়ে। লরি এবং বাসের মাঝে আটকে পড়ে তারা। লরিটি একটু এগিয়ে যেতেই দু’জনে রাস্তায় পড়ে যায়। সেই পরিস্থিতিতে বাস কিংবা লরির চাকার নীচে পিষে যেত দু’জনেই। কিন্তু লরি এবং বাসচালক দু’জনেই সঠিক সময় মতো ব্রেক কষায় প্রাণে বেঁচে গিয়েছে দুই ছাত্র।