
কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে অর্থাৎ ১০০ দিনের ও আবাস যোজনার বকেয়া টাকার দাবিতে দিল্লির বুকে আন্দোলন সূচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল মঙ্গলবার এই আন্দোলনের শেষ দিন ছিল। মঙ্গলবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন সাংসদরা কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করবেন বলে কর্মসূচিও ছিল। কথামতো মঙ্গলবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সাংসদরা কৃষি ভবনে পৌঁছলেও নিরঞ্জন জ্যোতি তাঁদের সঙ্গে দেখা করেননি বলে অভিযোগ। এরপরই সেখানে তাঁদের রীতিমতো জোরপূর্বক প্রিজন ভ্যানে তুলে তৃণমূল সাংসদদের আটক করা হয় এবং অবস্থান বিক্ষোভ থেকে তাদের হটিয়ে দেওয়া হয়।
যদিও এর পরেই তৃণমূলের অভিযোগ অস্বীকার করে নিজের এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী নিরঞ্জন জ্যোতি লেখেন, ' আজ আড়াই ঘণ্টা নষ্ট হয়েছে। তৃণমূল সাংসদদের জন্য অপেক্ষা করে সাড়ে ৮টায় দফতর ছেড়েছি। আমি জানতাম, তৃণমূলের সাংসদ এবং মন্ত্রীরা সন্ধ্যা ৬টায় দেখার করার জন্য সময় নিয়েছিলেন।'
ওদিকে পাল্টা কেন্দ্রীয় মন্ত্রীর দাবি খারিজ করলেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেত্রী সুস্মিতা দেব এক্সে লেখেন, ‘‘আপনি এত বড় মিথ্যে বলছেন যে, আপনার ডুবে মরা উচিত। সন্ধ্যা ৬টা থেকে সাংসদেরা আপনার দফতরে রয়েছে। আপনি দেখা করেননি। কিছু লজ্জা করুন। বাংলার মানুষ দেখছে আপনার ছলনা। ২০২৪ সালে আপনারা নিশ্চিত ভাবে শূন্যে পৌঁছবেন। সাংসদ মহুয়া মৈত্রও অভিযোগ করেছেন, কেন্দ্রীয় মন্ত্রী মিথ্যে বলছেন।'