
মধ্যবিত্তের (Middle Class) পকেটে চাপ বাড়িয়ে আবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। বুধবার শীর্ষ ব্যাঙ্কের (RBI) গভর্নর শক্তিকান্ত দাসের ঘোষণা, রেপো রেট (Repo Rate) ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে করা হচ্ছে ৬.৫%। এই নিয়ে চলতি অর্থবর্ষে টানা ছ’বার রেপো রেট বাড়াল শীর্ষব্যাঙ্ক। বাজেট ঘোষণার ঠিক ৭ দিনের মাথায় এহেন ঘোষণায় কিছুটা হলেও চাপে বেতনভুক শ্রেণি। বাড়তে পারে গাড়ি-বাড়ি ঋণে সুদের বোঝা।
বাজেট বক্তৃতায় নতুন আয়কর কাঠামো ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণি বিশেষ করে দেশের বেতনভুক শ্রেণিকে আয়করে বিস্তর ছাড় দেওয়া হয়েছে। কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোয় ফের পকেটে টান আম আদমির।
জানা গিয়েছে, আরবিআইয়ের মনিটরি পলিসি কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। ৬ সদস্যের কমিটির ৪ জন রেপো রেট বৃদ্ধির পক্ষে সওয়াল করেন। গত ডিসেম্বরে এই কমিটির বৈঠকের পর রেপো রেট ০.৩৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে উল্লেখ্য, রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশই রয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক যে হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় তাকে রেপো রেট বলা হয়। আবার বাণিজ্যিক ব্যাঙ্কগুলি যে হারে রিজার্ভ ব্যাঙ্ককে ঋণ ফেরত দেয় তাকে বলা হয় রিভার্স রেপো রেট।