
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নির্দেশে 'দ্যা কেরালা স্টোরি' (The Kerala Story) সিনেমাটি নিষিদ্ধ হয়। এরপরে অবশ্য বহু বিতর্ক হয়েছে রাজ্য তথা গোটা দেশ জুড়ে। এবার এই সিনেমাটি রাজ্যের পেক্ষাগৃহ গুলিতে দেখানোর জন্য মত প্রকাশ করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
সিএন ডিজিটালই প্রথম জানিয়েছিল 'দ্যা কেরালা স্টোরি' পশ্চিমবঙ্গে নিষিদ্ধ হওয়া নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে পরিচালক সুদীপ্ত সেন ও নির্মাতা সংস্থা। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করে, 'এই সিনেমা অন্যান্য রাজ্যে চলছে, সমস্যা নেই। তবে বাংলায় কেন এই সিনেমা বন্ধ!' এছাড়া তিনি আরও জানান, 'মানুষকে ছবিটি দেখানোর সুযোগ দেওয়া হোক।'
পশ্চিমবঙ্গে এই ছবি নিষিদ্ধ হওয়ার পর সিএন ডিজিটাল কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ওই সিনেমার পরিচালক সুদীপ্ত সেন বলেছিলেন, 'তিনি আদালতে গিয়েছেন। সুপ্রিম কোর্ট শুক্রবার এই মামলায় রাজ্যের কাছে সিনেমা বন্ধের কারণ জানতে চেয়ে নোটিশ করেছে বলে খবর। সূত্রের খবর, এই মামলার শুনানি আগামী বুধবার হবে।
সিএন ডিজিটাল কে দেওয়া সাক্ষাৎকারে, 'দ্যা কেরালা স্টোরির' পরিচালক সুদীপ্ত সেন বলেছিলেন, 'মমতাদি আমার সিনেমা বন্ধ করার আগে, একবার আমার সিনেমাটি দেখুন। অন্যের কথা শুনে আমার সিনেমাটি বন্ধ করবেন না।'