
ভারতবাসীদের জন্য সুখবর! ২০৭৫ সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি (Indian Economy) হবে ভারত (India)। বর্তমানে ভারত অর্থনীতির দিক দিয়ে পঞ্চম স্থানে রয়েছে। আর কিছু বছরের মধ্যে ভারত দ্বিতীয় স্থানে উঠে আসবে বলে এক সমীক্ষায় উঠে এসেছে। মার্কিন সংস্থা গোল্ডম্যান স্যাকস-এর (Goldman Sachs) রিপোর্টেই বলা হয়েছে, ভারত অর্থনীতির দিক থেকে খুব শীঘ্রই উন্নতি করবে।
মঙ্গলবার সকালের দিকে কুবেরা-র তরফে এক টুইট করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ভারত ২০৭৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, জার্মানি, জাপানকেও পিছনে ফেলে দেবে ভারত। এছাড়াও গোল্ডম্যান স্যাকস-এর রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতের অর্থনীতি ৫২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার হবে, অর্থাৎ চিনের পরই দ্বিতীয় স্থানে আসবে ভারত।
ভারত কেন দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে, তা নিয়েও জানিয়েছে গোল্ডম্যান স্যাকস। রিপোর্টে বলা হয়েছে, ভারতের বিরাট জনসংখ্যা, উদ্ভাবন, প্রযুক্তি, বিশাল বিনিয়োগ, শ্রমিক পিছু উৎপাদন ক্ষমতার জন্যই ভারত ২০৭৫ সালের মধ্যে বাকি সমস্ত দেশগুলোকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে চলে আসবে। গোল্ডম্যানের অর্থনীতিবিদ শান্তনু সেনগুপ্ত বলেন, 'বিশাল জনসংখ্যা, উদ্ভাবন, প্রযুক্তি, উৎপাদন ক্ষমতার জন্যই এই অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।'