
রাজ্যের সাম্প্রতিক হিংসা প্রসঙ্গে লোকসভায় বক্তব্য রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন তিনি নাম না করে বলেন, 'গণতন্ত্রে সবার লড়ার অধিকার রয়েছে। আপনারাও ত্রিপুরা- গোয়া যাচ্ছেন। আমরাও জিততে চাই কিন্তু খুন- ধর্ষণের রাজনীতি করে নয়।'
এভাবেই এদিন সংসদের নিম্নকক্ষে সরব হয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Speaking in the Lok Sabha. https://t.co/4ZlYG05nuw
— Amit Shah (@AmitShah) March 30, 2022