
উড়িষ্যার ছয় জেলায় বজ্রপাত হয়ে মৃত্যু হল অন্তত ১০ জনের। শনিবার তুমুল বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টিপাত হয় উড়িষ্যায়। মৃত দশজনের মধ্যে চারজন খুরদার, দু'জন বোলানগিরের। আঙ্গুল, বাউধ এবং জগতসিংপুরের একজন করে মোট তিন জনের মৃত্যু হয়েছে। খুরদায় আরও তিনজন জখম হয়েছেন।
আগামী চারদিনে উড়িষ্যার উপকূলীয় অঞ্চলে একই রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার বিকেলে দেড় ঘণ্টার মধ্যে ভুবনেশ্বরে ১২৬ মিলিমিটার এবং কটকে ৯৫.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
ওদিকে শনিবার প্রবল বৃষ্টিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে শহর কলকাতায়। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে কলকাতার রিজেন্ট পার্কের আনন্দপল্লিতে। স্থানীয় সূত্রে খবর, বৃষ্টির সময় ছাদে ছিলেন ওই যুবক। সেই সময়ই বাজ পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শনিবার সকাল থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। রিজেন্ট পার্কে মৃত যুবকের নাম কৌশিক কর।