
রবিবার মধ্যরাতে ভুবনেশ্বরের এক হোটেলে (Bhubaneswar Hotel) বোমা বিস্ফেোরণকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ভুবনেশ্বরের খণ্ডগিরি থানা এলাকার বারামুণ্ডা বাসস্ট্যাণ্ডের কাছে একটি হোটেলে বিস্ফোরণের (Blast in Hotel) ঘটনায় গুরুতরভাবে আহত ৩ জন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, দুই বাইক আরোহী বারামুণ্ডা বাস স্ট্যাণ্ডের কাছে ওই হোটেলে নৈশভোজ সারতে গিয়েছিলেন। খাবার খাওয়ার পর টাকা না মিটিয়েই হোটেল থেকে চলে যাচ্ছিলেন, ফলে হোটেলের লোকজনের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন তাঁরা। ঝামেলা করে হোটেল থেকে চলে যান দুই বাইক আরোহী। কিছুক্ষণ পর আবার তাঁরা ফিরে আসেন এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই হোটেলের ভিতর বোমা ছুঁড়ে মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনার পিছনে ঠিক কারা জড়িত তা খতিয়ে দেখছেন পুলিস।