
চোর বলতেই মাথায় আসে এমন কোনও ব্যক্তি যিনি চালাক। তবে এই ঘটনায় চোর কোনও ব্যক্তি নয়। এবার
চোর হলো আমার আপনার বাড়িতে নানভাবে বেড়ে ওঠা ইঁদুর। তাও আবার যে সে চুরি নয়, নেকলেস চোর হিসেবে ইঁদুরটি ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরাতে। সোশ্যাল মিডিয়ায় ইঁদুরের এই কীর্তি ফাঁস করেছেন আইপিএস অফিসার রাজেশ হিঙ্গনকর। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, ইঁদুরটি একটি গয়নার দোকান থাকা নেকলেসের বাক্সে লাফিয়ে পড়ে, কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে থাকার পর নেকলেসটি মুখে করে নিয়ে পালিয়ে যায় ইঁদুরটি।
#अब ये चूहा डायमंड का नेकलेस किसके लिए ले गया होगा.... 🤣🤣 pic.twitter.com/dkqOAG0erB
— Rajesh Hingankar IPS (@RajeshHinganka2) January 28, 2023
আইপিএস অফিসার ভিডিওটি শেয়ার করে মজা করে লিখেছেন, 'কার কাছে এই নেকলেসটিকে নিয়ে যাচ্ছে ইঁদুরটি।' ঝড়ের গতিতে ট্যুইটারে শেয়ার করা ওই ভিডিওটির ভিউয়ার্স ৩০ হাজার। ইঁদুরের এই কান্ড দেখে আইপিএস অফিসারের কমেন্ট বক্সে উঠে এসেছে বহু মজাদার মন্তব্য।