
কুপওয়ারে এনকাউন্টার (Encounter)। ঘটনায় নিহত ২ জঙ্গি। উত্তর কাশ্মীরের কুপওয়ার জেলার মাচিল সেক্টরের পিনচাদ এলাকার ঘটনা। তল্লাশি অভিযানে গিয়ে জঙ্গি (Militant) ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। ঘটনায় দুই জঙ্গিকে নিকেশ করে সেনা।
এক আধিকারিক জানিয়েছেন, গোপন সূত্রে খবর পায় জঙ্গিদের উপস্থিতি রয়েছে ওই এলাকায়। খবর পেয়ে পুলিস ও সেনাবাহিনীর একটি যৌথ দল ওই এলাকায় অভিযান শুরু করে। তিনি আরও বলেন, সেনা বাহিনীর যৌথ দল সন্দেহভাজন স্থানের দিকে তল্লাশি করার সঙ্গে সঙ্গেই জঙ্গিরা ওই সেনা দলটির উপর গুলি চালায়। তারই প্রতিশোধ নেওয়া হয়েছিল এনকাউন্টারের মধ্যমে। অভিযান চলাকালীন দুই জঙ্গি নিহত হয়েছে।