
ড্রাগের নেশা সর্বনাশা। সেই নেশায় অনেকেই হারিয়ে ফেলেন নিজের জীবন। বহু স্বপ্ন অচিরেই নষ্ট হয়ে যায় মাদকের নেশায়। সবাই সব জানে, তবুও পুলিসের নাকের ডগা দিয়ে রমরমিয়ে চলছে মাদকদ্রব্যের কারবার।
ফের শহর কলকাতায় মাদকচক্রের পর্দা ফাঁস। বিভিন্ন রকম মাদকসহ ট্যাংরা থেকে কলকাতা পুলিসের এসটিএফ-এর হাতে গ্রেফতার হলেন ২ ব্যক্তি। ধৃতদের পরিচয় জানিয়েছেন তদন্তকারী দল এসটিএফ। ধৃতদের একজন বছর ৩৬-এর আমজাদ খান। আমজাদ রাজস্থানের ঝালওয়ারের বাসিন্দা। অপরজন বচর ৪৬-এর পীযূষ মণ্ডল ওরফে নিধুর বাড়ি পশ্চিমবঙ্গের বনগাঁয়। এদের বিরুদ্ধে মাদক বিরোধী আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।
এসটিএফ সূত্রে এই মাদক চক্রের খবর পেয়েছিলেন গোয়েন্দারা। তার উপর ভিত্তি করে বৃহস্পতিবার অভিযান চালান তদন্তকারীরা। দায়িত্বে ছিল ট্যাংরা থানার পুলিস। তদন্তে নেমে উদ্ধার হয় প্রচুর নিষিদ্ধ মাদক। ১.০৪৩ কেজি অ্যাম্ফিটেরামাইন, ১.০৪৫ কেজি মিথাকালোন এবং ১৬৪ গ্রাম নাম অজানা মাদক। পরীক্ষানিরীক্ষা করে এসটিএফ-এর প্রাথমিক অনুমান, আন্তর্জাতিক কালো বাজারে এসব মাদকের মোট দাম ১০ কোটিরও বেশি।
বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ ধৃতদের গ্রেফতার করে পুলিস। শুক্রবার তাদের আদালতে তোলা হয়। এই ঘটনার পর ট্যাংরা এলাকায় পুলিসি নজরদারি আরও কড়াকড়ি করা হয়েছে।
কিন্তু কীভাবে মাদকচক্রীরা তাদের জাল ছড়াচ্ছে? তা নিয়ে উঠছে প্রশ্ন।